Antrix Recruitment: আনট্রিক্স কর্পোরেশন লিমিটেডে বিভিন্ন পদে নিয়োগ
স্কিল বেঙ্গল ডেস্কঃ আনট্রিক্স কর্পোরেশন লিমিটেডে বিভিন্ন পদে কর্মী নিয়োগ করা হবে।
বিজ্ঞপ্তি নম্বর - ANTRIX/01/2022।
আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ান অনুযায়ী ৩০ নভেম্বর, ২০২২ এর মধ্যে।
পোস্ট অনুযায়ী বিস্তারিত তথ্য
১) কোম্পানি সেক্রেটারি
শূন্যপদ - ১টি
যোগ্যতা - যে কোন বিষয়ে প্রথম শ্রেণীর নম্বর সহ ব্যাচেলর ডিগ্রী সহ ইনস্টিটিউট অফ কোম্পানি সেক্রেটারিজ অফ ইন্ডিয়া
এর অ্যাসোসিয়েট মেম্বার এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ১ অক্টোবর, ২০২২ অনুযায়ী ৬৫ বছরের মধ্যে।
বেতন - ৭৫,০০০/- টাকা
২) হিন্দি ট্রান্সলেটর কাম টাইপিস্ট
শূন্যপদ - ১টি
যোগ্যতা - ইংরেজি ও হিন্দি বিষয়ে দক্ষতা সহ মাস্টার্স ডিগ্রী এবং ট্রান্সলেশনের উপর ডিপ্লোমা বা সার্টিফিকেট কোর্স অথবা
সংশ্লিষ্ট ক্ষেত্রে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ১ অক্টোবর, ২০২২ অনুযায়ী ৬৫ বছরের মধ্যে।
বেতন - ৪০,০০০/- টাকা
নির্বাচন পদ্ধতি
ইন্টারভিউ এর মাধ্যমে চূড়ান্ত পর্যায়ের জন্য প্রার্থী নির্বাচিত করা হবে। আবেদনকারীর সংখ্যার উপর ভিত্তি করে নির্বাচন পদ্ধতি পরিবর্তিত হতে পারে।
অফিসিয়াল বিজ্ঞপ্তিঃ Download Now
১ বছরের চুক্তির মেয়াদে অস্থায়ী হিসেবে এই নিয়োগ করা হবে। পরবর্তীকালে কাজের মান অনুযায়ী মেয়াদ বৃদ্ধি পেতে পারে।
বেঙ্গালুরু, কর্ণাটক অঞ্চলে নিয়োগ করা হবে।
আবেদন পদ্ধতি
আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ান অনুযায়ী ৩০ নভেম্বর, ২০২২ এর মধ্যে।
আবেদন করার জন্য প্রয়োজনীয় তথ্যাদির সেলফ অ্যাটেস্টেড কপি সহ সিভি খামে ভরে ডাকের মাধ্যমে পাঠাতে হবে এই ঠিকানায় - ' Sr. Manager (P&GA), Antrix Corporation Limited, Antariksh Bhavan Campus, New BEL Road, Bengaluru - 560094 '।
যোগাযোগ - 080 - 22178302
আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন ANTRIX এর অফিসিয়াল ওয়েবসাইট www.antrix.co.in।
চাকরি ও স্কিল সংক্রান্ত যে কোনও খবর নিয়মিত সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ