ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

স্কিল বেঙ্গল ডেস্কঃ  বর্তমানে চাকরির বাজারে প্রতিযোগিতা যেমন দিন দিন বৃদ্ধি পাচ্ছে ঠিক তেমনই কাজের ক্ষেত্রের পরিধিও ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। একটা সময় যে পেশাগুলি সম্পর্কে মানুষের ধারণা ছিল ভিন্ন, বা যে পেশাগুলিকে মানুষ তাদের ধরা-ছোঁয়ার বাইরে মনে করত, আজকের যুগে দাঁড়িয়ে সেই পেশাগুলিকেই ছেলেমেয়েরা অনায়াসে বেছে নিচ্ছে এবং সাফল্য লাভ করছে। চিরাচরিত ডিগ্রী কোর্সের বাইরে গিয়ে তারা এমন কিছু কোর্সে নিজেদের প্রশিক্ষিত করছে যা একদিকে  তাদের খ্যাতি এনে দিচ্ছে অন্যদিকে উপার্জনের পথও প্রশস্ত করছে। সেরকমই একটি গ্ল্যামারস পেশা হল নিউজ অ্যাংকর বা সংবাদ পাঠক। যার চাহিদা বর্তমানে আকাশচুম্বী।


অন্য যেকোনো পেশার থেকে সংবাদ উপস্থাপনার পেশা অনেকাংশেই আলাদা। বর্তমানে হাজারো প্রতিষ্ঠান বা একাডেমী গড়ে উঠেছে এবিষয়ে যথাযথ তালিম দেওয়ার অঙ্গীকার নিয়ে। আর ছেলেমেয়েরা সাদরে সেই প্রতিষ্ঠানের অভিভাবকত্ব গ্রহণও করছে, দলে দলে ভর্তি হচ্ছে সেখানে। কিন্তু শুধুমাত্র কোর্স করে, সার্টিফিকেট নিলেই যে সাফল্য বা সুযোগ আসবে তা কিন্তু একেবারেই নয়। নিজের অভ্যন্তরস্থ প্রতিভা, অধ্যবসায়, উপস্থিত বুদ্ধি ইত্যাদি বিষয়গুলি একান্ত প্রয়োজন।

 

গ্রহণযোগ্যতা বৃদ্ধি করবে ভালো কণ্ঠস্বর


সংবাদ উপস্থাপনার পেশায় সাফল্য লাভ করতে হলে সর্ব প্রথম যে গুণটি থাকা প্রয়োজন তা হল ভালো কণ্ঠস্বর। সঠিক ও আকর্ষণীয় কণ্ঠস্বর আপনার গ্রহণযোগ্যতা বৃদ্ধি করবে। কণ্ঠস্বরে সেই তীক্ষ্ণতা থাকতে হবে যা সহজেই শ্রোতাকে আকৃষ্ট করতে সক্ষম হবে।একইসঙ্গে উচ্চারণে থাকতে হবে স্বচ্ছতা। উচ্চারণে বিকৃতি  কিংবা জড়তা থাকলে তা আপনার সাফল্যের পথে অন্তরায় হয়ে দাঁড়াবে। দীর্ঘ  অনুশীলন ত্রুটিমুক্ত উচ্চারণে সহায়তা করবে।

হতে হবে আকর্ষণীয় ব্যক্তিত্বের অধিকারী


একজন সংবাদ পাঠককে হতে হবে আকর্ষণীয় ব্যক্তিত্বের অধিকারী। কারণ মানুষ মাত্রেই ব্যক্তিত্বের পূজারী। টেলিভিশন কিংবা রেডিও দু-ধরণের মাধ্যমের ক্ষেত্রেই এটি একটি আবশ্যিক গুণ। তবে টেলিভশন দৃশ্যশ্রাব্য মাধ্যম হওয়ায় এখানে নিজেকে অনেকবেশি প্রেসেন্টেবল করে তুলতে হয়।

স্বাধীন সিদ্ধান্ত নেওয়ার নিজস্ব দক্ষতা থাকা দরকার


যেহেতু সংবাদ পাঠ একটি লাইভ প্রোগ্রাম তাই এখানে রিটেক করার কোনো সুযোগ থাকেনা। তাই একবারের উপস্থাপনায় নির্ভুল সংবাদ আপনাকে পাঠ করতে হবে। প্রকাশভঙ্গি যদি সাবলীল ও স্বতঃস্ফূর্ত না হয় তবে সব চেষ্টাই কিন্তু বিফলে যাবে। একইসঙ্গে আপনার চিন্তাশক্তি এবং উপস্থিত বুদ্ধি হবে প্রখর। সংবাদ বুলেটিন চলাকালীন অনেক সময় স্বাধীন সিদ্ধান্ত নিতে হয়। এখানে কিন্তু কোনও ভুল বা তোতলানো ক্ষমার অযোগ্য অপরাধ।
সারা বিশ্বের সব ধরণের খবর সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা আপনার থাকতে হবে। অনেক ক্ষেত্রেই দেখা যায় হঠাৎ করে কোনো গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে এবং বুলেটিন চলাকালীন সেই সংবাদ এসে পৌঁছোয়। সেই সময় সংবাদ পাঠককে লিখিত স্ক্রিপ্টের বাইরে নিজস্ব দক্ষতায় সেই নতুন সংবাদ দর্শকদের জানাতে হয়। কারেন্ট নিউজ সম্পর্কে জ্ঞান একাজে  সাহায্য করে অনেকখানি।

 

সংবাদ উপস্থাপনা ও অ্যাংকরিংয়ে প্রশিক্ষণ গ্রহণ


সংবাদ উপস্থাপনা ও অ্যাংকরিংয়ে প্রশিক্ষণ দানের জন্য আজকাল অনেক প্রতিষ্ঠান গড়ে উঠেছে। যেখানে ন্যূনতম ছয় মাস কিংবা তার বেশি সময় ধরেও শেখানো হয় উপস্থাপন পদ্ধতি। অনেকেই উচ্চমাধ্যমিকের পরপরই এই প্রতিষ্ঠান গুলোতে ভর্তি হচ্ছে। কিন্তু মিডিয়ায় কাজ করতে গেলে নূন্যতম যোগ্যতা হল স্নাতক। তাই স্নাতক শেষে কোর্স করলে বেশি সুবিধা পাওয়া যাবে। আর যারা প্রথম থেকে নিউজ অ্যাংকর হবেন বলে বদ্ধপরিকর তারা স্নাতক স্তরে জার্নালিসম এন্ড মাস কমিউনিকেশনকে সাবজেক্ট তালিকায় রাখুন। তাহলে নিউজ রিডিংয়ের অ আ ক খ আপনি অনেকটাই শিখতে পারবেন। আর তারপর যদি অ্যাংকরিংয়ের কোর্স করেন তাহলে তা আপনার অভিজ্ঞতা এবং জ্ঞানের জগতে অতিরিক্ত মূল্য সংযোজন করবে। 


যেকোনো পেশার ক্ষেত্রেই ব্যক্তিগত উদ্যম, আন্তরিকতা ও অধ্যবসায় একান্ত প্রয়োজন। নিউজ রিডার এর পেশাও এর বাইরে নয়। প্রয়োজন অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া,  ভয়েস মডুলেশন সমস্ত কিছুই অধ্যবসায় নির্ভর। একই সঙ্গে সর্বাগ্রে আপনাকে হতে হবে একজন ভালো শ্রোতা। যারা বর্তমানে এই পেশায় প্রতিষ্ঠিত তাদের অনুসরণ করা, তাদের সংবাদ পাঠের ধরণ, আদব কায়দা আপনাকে প্রত্যক্ষ করতে হবে গভীরভাবে। একজন ভালো শ্রোতাই ভবিষ্যতে ভালো অ্যাংকর হতে পারেন। তবে অনুসরণ করার অর্থ কিন্তু নকল করা নয়। আপনার উপস্থাপনে নিজস্বতা থাকলে তবেই তা আপনাকে সুপরিচিতি এবং সুখ্যাতি এনে দেবে। মনে রাখতে হবে একাগ্র সাধনাই আপনার সাফল্যের চাবিকাঠি। আর এই চাবিকাঠি হাতের মুঠোয় আনতে হলে মাঠে নামুন আজই। নিজেকে তৈরি করুন, অনুশীলন করুন, খবর শুনুন।

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ