AIIMS কল্যাণীতে কর্মী নিয়োগ
স্কিল বেঙ্গল ডেস্ক : অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সস (AIIMS) কল্যাণীতে কর্মী নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তি নম্বর - 1129/E - 12028/2/23 - (NON - FAC.CON)।
আবেদন করতে হবে অনলাইনে ২৭ জুলাই, ২০২৩ এর মধ্যে।
উল্লেখিত পোস্টে কারা কোন যোগ্যতায় আবেদন করতে পারবেন তা নীচে দিয়ে দেওয়া হল -
পোস্টের নাম - ব্লাড সেন্টার টেকনিশিয়ান
শূন্যপদ - ২ টি
যোগ্যতা - উচ্চ মাধ্যমিক পাশ সহ মেডিক্যাল ল্যাবরেটরি টেকনোলজি / ট্রান্সফিউশন মেডিসিন / ব্লাড ব্যাংক টেকনোলজিতে ডিপ্লোমা এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে ১ বছরের অভিজ্ঞতা অথবা মেডিক্যাল ল্যাবরেটরি টেকনোলজি / ব্লাড ব্যাংক টেকনোলজিতে ডিগ্রী এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে ৬ মাসের অভিজ্ঞতা অথবা হেমাটোলজি অ্যান্ড ট্রান্সফিউশন মেডিসিনে বি.এসসি ডিগ্রী সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে ৬ মাসের অভিজ্ঞতা অথবা মেডিক্যাল ল্যাবরেটরি টেকনোলজি / মেডিক্যাল ল্যাবরেটরি সায়েন্স এ পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে ৬ মাসের অভিজ্ঞতা থাকতে হবে।
তবে প্রতিটি ক্ষেত্রেই ব্লাড সেন্টারের কাজের জন্য লাইসেন্সড হতে হবে।
বয়স - বয়স হতে হবে ২৭ জুলাই, ২০২৩ এর মধ্যে ২১ বছর থেকে ৩০ বছরের মধ্যে।
তবে সরকারি নিয়ম বিধি অনুযায়ী নির্দিষ্ট ক্যাটাগরি গুলির ক্ষেত্রে বয়সের ছাড় আছে।
পারিশ্রমিক - ২৬,১০০/- টাকা
নির্বাচন পদ্ধতি
লিখিত পরীক্ষা/ওএমআর/কম্পিউটার বেসড টেস্ট এর মাধ্যমে চূড়ান্ত পর্যায়ের জন্য প্রার্থী নির্বাচিত করা হবে।
নির্বাচন পদ্ধতি সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে দেখুন AIIMS কল্যাণী এর অফিসিয়াল ওয়েবসাইট WWW.AIIMSKALYANI.EDU.IN।
১ বছরের চুক্তির মেয়াদে অস্থায়ী হিসেবে এই নিয়োগ করা হবে। তবে প্রয়োজন অনুসারে ও কাজের মানের উপর ভিত্তি করে পরবর্তীকালে মেয়াদ আরও বৃদ্ধি পেতে পারে।
আবেদন পদ্ধতি
আবেদন করতে হবে অনলাইনে AIIMS কল্যাণী এর অফিসিয়াল ওয়েবসাইট aiimskalyani.edu.in এর মাধ্যমে ২৭ জুলাই, ২০২৩ এর মধ্যে।
অফিসিয়াল বিজ্ঞপ্তিঃ Download Now
পাশাপাশি প্রয়োজনীয় তথ্যাদির সেলফ অ্যাটেস্টেড কপি সহ আবেদন পত্র খামে ভরে ৩ আগস্ট, ২০২৩ এর মধ্যে ডাকের মাধ্যমে জমা করতে হবে এই ঠিকানায় - ' The Administrative Officer, Recruitment Cell, All India Institute of Medical Sciences, Kalyani, NH - 34 Connector, Basantapur, Saguna, Nadia, West Bengal - 741245 '।
খামের উপর লিখতে হবে - " Application for the post of ................... against Advertisement No. 1129/E - 12028/2/23 - (NON - FAC.CON) Dated - 12.07.2023 "।
আবেদন মূল্য ৫০০/- টাকা। এসসি/এসটি ক্যাটাগরির ক্ষেত্রে আবেদন মূল্য ২৫০/- টাকা। তবে প্রতিবন্ধীর ক্ষেত্রে আবেদন মূল্য জমা দিতে হবে না।
টাকা জমা করতে হবে NEFT এর মাধ্যমে এই ঠিকানায় - Payable at State Bank of India, AIIMS, Kalyani Branch
Account number - 41277688529
IFCS Code - SBIN0063963
MICR Code - 700002838
আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন AIIMS কল্যাণী এর অফিসিয়াল ওয়েবসাইট aiimskalyani.edu.in ।
চাকরি ও স্কিল সংক্রান্ত যে কোনও খবর নিয়মিত সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ।