AIC Recruitment: এগ্রিকালচার ইন্সুরেন্স কোম্পানিতে ট্রেনি নিয়োগ
স্কিল বেঙ্গল ডেস্কঃ এগ্রিকালচার ইন্সুরেন্স কোম্পানি অফ ইন্ডিয়া লিমিটেডে ট্রেনি নিয়োগ করা হবে।
আবেদন করতে হবে অনলাইনে ৬ মার্চ, ২০২৩ এর মধ্যে।
পোস্ট অনুযায়ী বিস্তারিত তথ্য
পোস্টের নাম - ম্যানেজমেন্ট ট্রেনি (ফাইন্যান্স/ইনভেস্টমেন্ট)
শূন্যপদ - ১০টি
যোগ্যতা - কমপক্ষে ৬০% নম্বর সহ বি.কম পাশ এবং ICAI কোয়ালিফায়েড হতে হবে।
বয়স - বয়স হতে হবে ১ ফেব্রুয়ারি, ২০২৩ অনুযায়ী ২১ বছর থেকে ৩০ বছরের মধ্যে।
তবে সরকারি নিয়ম বিধি অনুযায়ী নির্দিষ্ট ক্যাটাগরি গুলির ক্ষেত্রে বয়সের ছাড় আছে।
বেতনক্রম - ৫০,৯২৫/- টাকা - ৯৬,৭৬৫/- টাকা। ট্রেনিং পিরিয়ড চলাকালীন মাসিক ৬০,০০০/- টাকা প্রদান করা হবে।
ট্রেনিং পিরিয়ড - ১ বছর
নির্বাচন পদ্ধতি
লিখিত পরীক্ষার মাধ্যমে প্রার্থীদের শর্ট সিলেক্টেড করা হবে। সেই সকল প্রার্থীদের ইন্টারভিউ নেওয়ার মাধ্যমে চূড়ান্ত পর্যায়ের জন্য প্রার্থী নির্বাচিত করা হবে।
নির্বাচন পদ্ধতি সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে দেখুন AIC এর অফিসিয়াল ওয়েবসাইট www.aicofindia.com।
অফিসিয়াল বিজ্ঞপ্তিঃ Download Now
আবেদন পদ্ধতি
আবেদন করতে হবে অনলাইনে AIC এর অফিসিয়াল ওয়েবসাইট www.aicofindia.com এর মাধ্যমে ৬ মার্চ, ২০২৩ এর মধ্যে।
আবেদন মূল্য ৫০০/- টাকা। তবে এসসি/এসটি/প্রতিবন্ধীর ক্ষেত্রে আবেদন মূল্য হিসেবে কেবল ১০০/- টাকা জমা করতে হবে।
টাকা জমা করতে হবে NEFT/IMPS এর মাধ্যমে।
ঠিকানা - Agriculture Insurance Company of India Ltd.
Bank Name - Axis Bank Ltd.
Bank Account No. 920020029227087
IFSC CODE - UTIB0000007
আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন AIC এর অফিসিয়াল ওয়েবসাইট www.aicofindia.com।
চাকরি ও স্কিল সংক্রান্ত যে কোনও খবর নিয়মিত সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ ।