ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

স্কিল বেঙ্গল ডেস্কঃ ভারতীয় বায়ুসেনাতে ' অগ্নিবীরবায়ু ' হিসেবে কর্মী নিয়োগ (Agniveervayu Recruitment) করা হবে।  

আপাতত 4 বছরের মেয়াদে নিয়োগ হবে। তখন বেতন পাবেন প্রথম বছর ৩০,০০০/- টাকা, দ্বিতীয় বছর ৩৩,০০০/- টাকা, তৃতীয় বছর ৩৬,৫০০/- টাকা এবং চতুর্থ বছর ৪০,০০০/- টাকা। 

 

 

4 বছরের পর এককালীন ১০ লক্ষ টাকা দেওয়া হবে (Approximately Rs. 10.04 Lakhs as Seva Nidhi Package)

যোগ্যতা সাপেক্ষে কেবল মাত্র অবিবাবহিত পুরুষ ও মহিলা আবেদন করতে পারবেন।

এখন আবেদন গ্রহণ শুরু হয়েছে।  আবেদন করতে অনলাইনে ১৭ আগস্ট , ২০২৩ এর মধ্যে এয়ার ফোর্স এর অফিসিয়াল ওয়েবসাইটে। 

অনলাইনে পরীক্ষা হবে চলতি বছরের ১৩ অক্টোবর।

 
 

যোগ্যতা 

 

 

যে কোন শাখাতে উচ্চ মাধ্যমিক পাশ 

অথবা, ইঞ্জিনিয়ারিং শাখার বিষয়ে তিন বছরের ডিপ্লোমা 

অথবা, ২ বছরের ভোকেশনাল কোর্স পাশ হওয়া চাই।

মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকে  ইংরেজি বিষয়ে কমপক্ষে ৫০% নম্বর থাকতে হবে । 

 

 

মাপজোখ 

 

 

পুরুষদের ক্ষেত্রে  উচ্চতা থাকতে হবে কমপক্ষে ১৫২.৫ সেমি এবং বুকের ছাতির মাপ হওয়া চাই ৭৭ সেমি,  ৫ সেমি এক্সপ্যানশন এর দক্ষতা থাকা চাই।  

মহিলাদের ক্ষেত্রে উচ্চতা থাকতে হবে ১৫২ সেমি।

জন্মতারিখ হতে হবে ২৭ জুন ২০০৩ থেকে ২৭ ডিসেম্বর, ২০০৬ এর মধ্যে। 

 

 

নির্বাচন পদ্ধতি

 

 

অনলাইন লিখিত পরীক্ষা, ডকুমেন্ট ভেরিফিকেশন, ফিজিক্যাল ফিটনেস টেস্ট, অ্যাডাপটিবিলিটি টেস্ট, মেডিক্যাল এক্সামিনেশন এর মাধ্যমে চূড়ান্ত পর্যায়ের জন্য প্রার্থী নির্বাচিত করা হবে।

পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে দেখুন ভারতীয় বায়ু সেনার অফিসিয়াল ওয়েবসাইট https://agnipathvayu.cdac.in

 

 

আবেদন পদ্ধতি 

 

 

আবেদন করতে অনলাইনে ভারতীয় বায়ু সেনার অফিসিয়াল ওয়েবসাইট https://agnipathvayu.cdac.in এর মাধ্যমে ।

অনলাইন আবেদনের শেষ তারিখ  ১৭ আগস্ট , ২০২৩। 

আবেদন মূল্য ২৫০/- টাকা। টাকা জমা করতে হবে অনলাইনে ডেবিট কার্ড/ক্রেডিট কার্ড/নেট ব্যাঙ্কিং এর মাধ্যমে।

আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন ভারতীয় বায়ু সেনার অফিসিয়াল ওয়েবসাইট https://agnipathvayu.cdac.in

 

এইরকম প্রতি সপ্তাহে একসঙ্গে আপডেট পাওয়ার পাশাপাশি প্রতিদিনের চাকরির খবর নখদর্পণে রাখতে ফলো করুন আমাদের ফেসবুক পেজ  গুগল নিউজ

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ