ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

স্কিল বেঙ্গল ডেস্কঃ ভারতীয় সেনাবাহিনীতে  ভারত সরকারের ' অগ্নিপথ ' স্কিমের আওতায় সেনা কর্মী নিয়োগ করা হবে। 

সারা দেশের ছেলেমেয়েরা আবেদন করতে পারবেন।

 

আরও পড়ুনঃ 

 

তবে বয়স হতে হবে ১৭ বছর ৬ মাস থেকে ২১ বছরের মধ্যে।

এই স্কিমের অন্তর্গত প্রতিটি সেনা পরিচয় পাবেন ' অগ্নিবীর ' নামে। চুক্তির মেয়াদ অনুযায়ী চার বছর পরে প্রত্যেক সেনা কর্মীকে  ' সেনা নিধি ' পদবীতে সম্মানিত করা হবে।

আরও পড়ুনঃ মানুষ থেকে হয়ে গেল কুকুর

পাশাপাশি তাদের উচ্চ শিক্ষার জন্য সার্টিফিকেট প্রদান করা হবে। এছাড়াও মেধার উপর ভিত্তি করে কেবল ২৫% অগ্নিবীর কে সেনাবাহিনীতে নিয়োগ করা হবে।

আরও পড়ুনঃ আজব নেশায় খোয়া গেল আঙুল, দেখুন ভাইরাল ভিডিও

ছেলেমেয়েদের নির্বাচিত করা হবে তাদের মেধা ও স্ক্রিনিং টেস্টের মাধ্যমে। তারপর তাদের সেনাবাহিনীর ট্রেনিং প্রদান করা হবে। এই সম্পূর্ণ প্রক্রিয়াই পরিচালিত হবে ভারতীয় সেনাবাহিনীর দ্বারা।

আরও পড়ুনঃ লিভ ইন না কি লিভ আউট !

এই স্কিমের অন্তর্গত প্রতিটি ছেলেমেয়েদের জন্য চার বছরে মোট ১১.৭১ লক্ষ টাকার প্যাকেজের পরিকল্পনা করা হয়েছে। শুধু তাই নয়, এই প্যাকেজ সম্পূর্ণ করমুক্ত।

আরও পড়ুনঃ এবার ভাজাভুজি করুন আরামে, তেল আর ছেটাবে না

প্রথম বছর বেতন হিসেবে প্রদান করা হবে বার্ষিক হিসেবে প্রায় ৪.৭৬ লক্ষ টাকা। যা চতুর্থ বছরে গিয়ে দাঁড়াবে প্রায় ৬.৯২ লক্ষ টাকা। এছাড়াও এর পাশাপাশি বিভিন্ন ধরনের ভাতা প্রদান করা হবে।

সূত্র অনুযায়ী, খুব শীঘ্রই এই নিয়োগ প্রক্রিয়া শুরু হবে বলে জানা গিয়েছে।

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ