কলকাতা হাইকোর্টে ডেটা এন্ট্রি অপারেটর পদের পরীক্ষা ১৪ মার্চ
স্কিল বেঙ্গল ডেস্কঃ কলকাতা হাইকোর্টে ডেটা এন্ট্রি অপারেটর পদের পরীক্ষা হবে আগামী ১৪ মার্চ, ২০২১ এ।
পরীক্ষার্থীরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন কলকাতা হাইকোর্টের অফিসিয়াল ওয়েবসাইট থেকে।
ফর্ম ফিল আপ করার সময় যে রেজিস্ট্রেশন নম্বর পেয়েছিলেন সেই নম্বর এবং জন্ম তারিখ লাগবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করার জন্য।
পরীক্ষা হবে এই ৪ টি বিষয়ে- (i) Computer proficiency (ii) General Knowledge (iii) Mathematics and (iv) English language. মোট ৫০ টি প্রশ্ন থাকবে। প্রতিটি প্রশ্নের মান ২। মোট সময় ১ ঘণ্টা।
এই পরীক্ষায় ৪০ নম্বর পেলে পাশ করবেন।
আরও বিস্তারিত তথ্য পাবেন কলকাতা হাইকোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে।