ফরেনসিক সায়েন্সে ডিগ্রি কোর্স করার সুযোগ
স্কিল বেঙ্গল ডেস্ক : ফরেনসিক সায়েন্স এর এম.এসসি ডিগ্রী কোর্সে (২০২২ - ২০২৩ বর্ষে) ভর্তি নিচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটি অফ জুরিডিক্যাল সায়েন্সস (The West Bengal National University of Juridical Sciences, Kolkata)।
আরও পড়ুন - কর্মী নিয়োগ করছে ইন্ডিয়া পোস্ট
আবেদন করতে হবে অনলাইন বা অফলাইনে ৩০ সেপ্টেম্বর, ২০২২ এর মধ্যে বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে।
কোর্স অনুযায়ী বিস্তারিত তথ্য
কোর্স - ফরেনসিক সায়েন্স (এম.এসসি)
যোগ্যতা - কমপক্ষে ৫০% নম্বর সহ কেমিস্ট্রি/মাইক্রোবায়োলজি/বায়োকেমিস্ট্রি/বায়োটেকনোলজি/অ্যানথ্রোপলজি/কম্পিউটার সায়েন্স/ফিজিক্স/বোটানি/ম্যাথস/ফরেনসিক সায়েন্স/জুওলজি/এল এল বি বা সমতুল্য বিষয়ে বি.এসসি ডিগ্রী থাকতে হবে।
আরও পড়ুন - স্টাফ সিলেকশন কমিশনের এর মাধ্যমে কয়েকশ অফিসার নিয়োগ
চূড়ান্ত বর্ষের ছাত্রছাত্রীরা আবেদন করতে পারবেন।
তবে নির্দিষ্ট ক্যাটাগরি গুলির ক্ষেত্রে নম্বরের ছাড় আছে।
কোর্সের মেয়াদ - ২ বছর
আবেদন পদ্ধতি
আবেদন করতে হবে অনলাইনে বা অফলাইনে ৩০ সেপ্টেম্বর, ২০২২ এর মধ্যে। অনলাইনে আবেদন এর ওয়েবসাইট https://www.nujs.edu/ ।
অফলাইনে আবেদন করার জন্য বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদন পত্র ডাউনলোড করতে হবে। তারপর তা পূরণ করে জমা করতে হবে এই ঠিকানায় - ' The Registrar, The West Bengal National University of Juridical Sciences, Kolkata, 12, LB Block, Sector III, Salt Lake City, Kolkata - 700106 '
আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন বিশ্ববিদ্যালয়ের (The West Bengal National University of Juridical Sciences, Kolkata) অফিসিয়াল ওয়েবসাইট https://www.nujs.edu/ ।
admission in The West Bengal National University of Juridical Sciences, Kolkata