NBU : উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে গ্র্যাজুয়েট ও পোস্ট গ্র্যাজুয়েট কোর্স
স্কিল বেঙ্গল ডেস্ক : উত্তরবঙ্গ দূরশিক্ষা বিশ্ববিদ্যালয়ে (DDENBU) ২০২২ - ২৩ শিক্ষাবর্ষে বিভিন্ন বিষয়ে গ্র্যাজুয়েট ও পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রী কোর্সে ভর্তি নেওয়া হবে। বিজ্ঞপ্তি নম্বর - 96/R-2022।
আবেদন করতে হবে অনলাইনে ১৫ নভেম্বর, ২০২২ এর মধ্যে।
কোর্স । DDENBU
১) বি.কম
কোর্সের মেয়াদ - ৩ বছর/৬টি সেমিস্টার
২) যে যে বিষয়ে মাস্টার্স ডিগ্রী পড়ানো হবে সেগুলি হল - ইংরেজি, বাংলা, নেপালি, ইতিহাস, গণিত, দর্শন, পলিটিক্যাল সায়েন্স
কোর্সের মেয়াদ - ২ বছর/৪টি সেমিস্টার
আবেদন পদ্ধতি
আবেদন করতে হবে অনলাইনে বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট www.ddenbu.in এর মাধ্যমে ১৫ নভেম্বর, ২০২২ এর মধ্যে।
এই সংক্রান্ত আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট www.ddenbu.in এবং www.nbu.ac.in ।