AAI Recruitment: এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়াতে শতাধিক কর্মী নিয়োগ
স্কিল বেঙ্গল ডেস্কঃ এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়াতে বিভিন্ন পদে মোট ৩৬৪ জন কর্মী নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তি নম্বর - 08/2022।
ছেলে মেয়ে উভয়েই আবেদনের যোগ্য।
আবেদন করতে হবে অনলাইনে। আবেদন প্রক্রিয়া শুরু হবে ২২ ডিসেম্বর, ২০২২ তারিখ থেকে এবং আবেদনের শেষ তারিখ ২১ জানুয়ারি, ২০২৩।
পোস্ট অনুযায়ী বিস্তারিত তথ্য
১) ম্যানেজার (অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ)
শূন্যপদ - ২টি
যোগ্যতা - হিন্দি বিষয় সহ ইংরেজি ভাষাতে পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রী বা ইংরেজি বিষয় সহ হিন্দি ভাষাতে পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রী অথবা হিন্দি/ইংরেজি ইলেক্টিভ বা কম্পালসারি বিষয় সহ যে কোন বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রী এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ২১ জানুয়ারি, ২০২৩ অনুযায়ী ৩২ বছরের মধ্যে।
বেতনক্রম - ৬০,০০০/- টাকা - ১,৮০,০০০/- টাকা
২) জুনিয়র এক্সিকিউটিভ (এয়ার ট্রাফিক কন্ট্রোল)
শূন্যপদ - ৩৫৬টি
যোগ্যতা - ফিজিক্স ও গণিত বিষয় সহ বি.এসসি ব্যাচেলর ডিগ্রী অথবা ইঞ্জিনিয়ারিং এর যে কোন শাখাতে ব্যাচেলর ডিগ্রী থাকতে হবে। পাশাপাশি উচ্চ মাধ্যমিক পাশ পর্যায়ের ইংরেজি ভাষাতে কথা বলা ও লেখার দক্ষতা থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ২১ জানুয়ারি, ২০২৩ অনুযায়ী ২৭ বছরের মধ্যে।
বেতনক্রম - ৪০,০০০/- টাকা - ১,৪০,০০০/- টাকা
আরও পড়ুনঃ Government Jobs: মাসের সেরা সব চাকরির খবর একসঙ্গে
৩) জুনিয়র এক্সিকিউটিভ (অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ)
শূন্যপদ - ৪টি
যোগ্যতা - হিন্দি বিষয় সহ ইংরেজি ভাষাতে পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রী বা ইংরেজি বিষয় সহ হিন্দি ভাষাতে পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রী অথবা হিন্দি/ইংরেজি ইলেক্টিভ বা কম্পালসারি বিষয় সহ যে কোন বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রী এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে ২
বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ২১ জানুয়ারি, ২০২৩ অনুযায়ী ২৭ বছরের মধ্যে।
বেতনক্রম - ৪০,০০০/- টাকা - ১,৪০,০০০/- টাকা
৪) সিনিয়র অ্যাসিস্ট্যান্ট (অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ)
শূন্যপদ - ২টি
যোগ্যতা - হিন্দি বিষয় সহ ইংরেজি ভাষাতে মাস্টার্স ডিগ্রী বা ইংরেজি বিষয় সহ হিন্দি ভাষাতে মাস্টার্স ডিগ্রী অথবা হিন্দি/ইংরেজি ইলেক্টিভ বা কম্পালসারি বিষয় সহ যে কোন বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রী অথবা হিন্দি/ইংরেজি ইলেক্টিভ বা কম্পালসারি বিষয় সহ হিন্দি/ইংরেজি মাধ্যমে যে কোন বিষয়ে মাস্টার্স ডিগ্রী অথবা হিন্দি/ইংরেজি ইলেক্টিভ বা কম্পালসারি বিষয় সহ হিন্দি/ইংরেজি মাধ্যমে যে কোন বিষয়ে গ্র্যাজুয়েশন ডিগ্রী ও অনুবাদে ডিপ্লোমা/সার্টিফিকেট এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ২১ জানুয়ারি, ২০২৩ অনুযায়ী ৩০ বছরের মধ্যে।
বেতনক্রম - ৩৬,০০০/- টাকা - ১,১০,০০০/- টাকা
অফিসিয়াল বিজ্ঞপ্তিঃ Download Now
তবে প্রতিটি পোস্টের ক্ষেত্রেই সরকারি নিয়ম বিধি অনুযায়ী নির্দিষ্ট ক্যাটাগরি গুলির ক্ষেত্রে বয়সের ছাড় আছে।
চূড়ান্ত বর্ষের ছাত্র ছাত্রীরা আবেদনের যোগ্য।
নির্বাচন পদ্ধতি
অনলাইনে লিখিত পরীক্ষা, ডকুমেন্ট ভেরিফিকেশন এবং ইন্টারভিউ এর মাধ্যমে চূড়ান্ত পর্যায়ের জন্য প্রার্থী নির্বাচিত করা হবে। প্রযোজ্য ক্ষেত্রে ভয়েস টেস্ট/সাইকোঅ্যাক্টিভ সাবসট্যান্সেস টেস্ট নেওয়া হবে।
নির্বাচন পদ্ধতি সংক্রান্ত আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন AAI এর অফিসিয়াল ওয়েবসাইট www.aai.aero।
আবেদন পদ্ধতি
আবেদন করতে হবে অনলাইনে AAI এর অফিসিয়াল ওয়েবসাইট www.aai.aero এর মাধ্যমে।
আবেদন প্রক্রিয়া শুরু হবে ২২ ডিসেম্বর, ২০২২ তারিখ থেকে এবং আবেদনের শেষ তারিখ ২১ জানুয়ারি, ২০২৩।
আবেদন মূল্য ১০০০/- টাকা। তবে এসসি/এসটি/প্রতিবন্ধী/মহিলা/ যে সকল আবেদনকারী AAI তে এক বছরের অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং করেছে তাদের আবেদন মূল্য জমা করতে হবে না।
টাকা জমা করতে হবে অনলাইনের মাধ্যম গুলির দ্বারা।
আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন AAI এর অফিসিয়াল ওয়েবসাইট www.aai.aero।
চাকরি ও স্কিল সংক্রান্ত যে কোনও খবর নিয়মিত সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ ।