AAI RECRUITMENT: এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া তে বিভিন্ন পদে কর্মী নিয়োগ
স্কিল বেঙ্গল ডেস্ক: এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া (AAI) এ বিভিন্ন পদে কর্মী নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তি নম্বর : 03/2023।
ছেলে মেয়ে উভয়েই আবেদনের যোগ্য।
আবেদন করতে হবে অনলাইনে ৪ সেপ্টেম্বর, ২০২৩ এর মধ্যে।
পোস্ট অনুযায়ী বিস্তারিত তথ্য
১) জুনিয়র এক্সিকিউটিভ ( ল)
শূন্যপদ - ১৮টি
যোগ্যতা - ল' এর প্রফেশনাল ডিগ্রী সহ কোনো অ্যাডভোকেট এর অন্তর্গত কোর্ট প্র্যাকটিসের কমপক্ষে অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ৪ সেপ্টেম্বর, ২০২৩ অনুযায়ী ২৭ বছরের মধ্যে।
বেতনক্রম - ৪০,০০০/- টাকা - ১,৪০,০০০/- টাকা
আরও পড়ুনঃ এক নজরে সপ্তাহের সরকারি চাকরির খবর
২) জুনিয়র এক্সিকিউটিভ - ( ফাইন্যান্স )
শূন্যপদ - ৬৬টি
যোগ্যতা - বি.কম গ্র্যাজুয়েট সহ সিএ/ এমবিএ/ আইসিডব্লিউএ বা সংশ্লিষ্ট বিষয়ে দক্ষতা থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ৪ সেপ্টেম্বর, ২০২৩ অনুযায়ী ২৭ বছরের মধ্যে।
বেতনক্রম - ৪০,০০০/- টাকা - ১,৪০,০০০/- টাকা
৩) জুনিয়র এক্সিকিউটিভ - ( ফায়ার সার্ভিস)
শূন্যপদ - ৩টি
যোগ্যতা - ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েট হতে হবে।
বয়স - বয়স হতে হবে ৪ সেপ্টেম্বর, ২০২৩ অনুযায়ী ২৭ বছরের মধ্যে।
বেতনক্রম - ৪০,০০০/- টাকা - ১,৪০,০০০/- টাকা
৪) জুনিয়র এক্সিকিউটিভ - ( গ্রুপ সি )
শূন্যপদ - ২৩৭ টি
যোগ্যতা - যে কোনো বিষয় গ্র্যাজুয়েট পাশ হতে হবে।
বয়স - বয়স হতে হবে ৪ সেপ্টেম্বর, ২০২৩ অনুযায়ী ২৭ বছরের মধ্যে।
বেতনক্রম - ৪০,০০০/- টাকা - ১,৪০,০০০/- টাকা
৫) সিনিয়র অ্যাসিস্ট্যান্স (অ্যাকাউন্টস)
শূন্যপদ - ৯ টি
যোগ্যতা - বি.কম গ্র্যাজুয়েট সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ৪ সেপ্টেম্বর, ২০২৩ অনুযায়ী ৩০ বছরের মধ্যে।
বেতনক্রম - ৩৬,০০০/- টাকা - ১১০,০০০/- টাকা।
৬) জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ( অফিস )
শূন্যপদ - ৯টি
যোগ্যতা - যে কোন শাখাতে গ্রাজুয়েট ডিগ্রী থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ৪ সেপ্টেম্বর, ২০২৩ এর অনুযায়ী ৩০ বছরের মধ্যে।
বেতনক্রম - ৩১,০০০/- টাকা - ৯২,০০০/- টাকা।
তবে সরকারি নিয়ম বিধি অনুযায়ী নির্দিষ্ট ক্যাটাগরি গুলির ক্ষেত্রে বয়সের ছাড় আছে।
নির্বাচন পদ্ধতি
অনলাইন লিখিত পরীক্ষা, প্রযোজ্য ক্ষেত্রে স্কিল টেস্ট ও ডকুমেন্ট ভেরিফিকেশন এর মাধ্যমে চূড়ান্ত পর্যায়ের জন্য প্রার্থী নির্বাচিত করা হবে ।
নির্বাচন পদ্ধতি সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে দেখুন AAI এর অফিসিয়াল ওয়েবসাইট www.aai.aero ।
আবেদন পদ্ধতি
আবেদন করতে হবে অনলাইনে AAI এর অফিসিয়াল ওয়েবসাইট aai.aero/en এর মাধ্যমে ৪ সেপ্টেম্বর, ২০২৩ এর মধ্যে।
আবেদন মূল্য ১০০০/- টাকা। তবে এসসি/এসটি/প্রতিবন্ধী/ মহিলা এর ক্ষেত্রে আবেদন মূল্য জমা দিতে হবে না।
টাকা জমা করতে হবে অনলাইনে পেমেন্ট গেটওয়ের মাধ্যমে।
অফিসিয়াল বিজ্ঞপ্তিঃ Download Now
আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন AAI এর অফিসিয়াল ওয়েবসাইট www.aai.aero ।
চাকরি ও স্কিল সংক্রান্ত যে কোনও খবর নিয়মিত সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ।