AAI Job: এয়ারপোর্ট অথোরিটির শাখা সংস্থায় ৪০০ জন কর্মী নিয়োগ
স্কিল বেঙ্গল ডেস্কঃ সিকিউরিটি স্ক্রিনার পোস্টে ৪০০ জন কর্মী নিয়োগ করছে এয়ারপোর্ট অথোরিটির শাখা সংস্থা cargo logistics & allied services company limited। এই নিয়োগের বিজ্ঞপ্তি নম্বর . 05/2022।
শুরুতে শিক্ষানবিশ হিসেবে নিয়োগ করা হবে। তখন মাসিক স্টাইপেন্ড দেওয়া হবে ১৫ হাজার টাকা। ট্রেনিং শেষে বেসিক পে হবে মাসিক ১৫ হাজার টাকা, সঙ্গে থাকছেঅন্যান্য ভাতা এবং সুযোগ সুবিধে।
বয়স
বয়স হতে হবে ১৮ থেকে ২৭ বছরের মধ্যে। জন্মতারিখ হতে হবে ০২/০১/১৯৯৫ থেকে ০১/০১/২০০৪ এর মধ্যে। সংরক্ষিত শ্রেণীর পরীক্ষার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।
যোগ্যতা
কেন্দ্রের স্টাফ সিলেকশন কমিশন আয়োজিত কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল এক্সাম এবং গ্র্যাজুয়েট লেভেল এক্সাম এর ২০১৯, ২০২০ এবং ২০২১র টায়ার-১ পাশ করে থাকলে আবেদন করতে পারবেন।
নির্বাচন পদ্ধতি
এস এস সি পরীক্ষায় পাওয়া নম্বরের ভিত্তিতে মেধা তালিকা তৈরি হবে।
আবেদন পদ্ধতি
আবেদন করতে হবে অনলাইনে এয়ারপোর্ট অথোরিটির শাখা সংস্থা cargo logistics & allied services company limited এর অফিসিয়াল ওয়েবসাইটে।
আবেদন এর শেষ তারিখ ১৪ জানুয়ারি, ২০২৩।
আবেদনের ফি ১০০ টাকা। তবে এস সি / এস টি এবং মহিলা পরীক্ষার্থীদের আবেদনের ফি জমা করতে হবে না।
অফিসিয়াল বিজ্ঞপ্তি – See PDF file
অনলাইন আবেদনের লিঙ্ক - Apply Now
আরও বিস্তারিত তথ্যের জন্য দেখুন এয়ারপোর্ট অথোরিটির শাখা সংস্থা cargo logistics & allied services company limited এর অফিসিয়াল ওয়েবসাইট http://www.aaiclas.aero/ ।
চাকরি ও স্কিল সংক্রান্ত যে কোনও খবর নিয়মিত সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ ।