ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

স্কিল বেঙ্গল ডেস্কঃ আগামী ৩০ জুলাই পর্যন্ত সমস্ত লিখিত পরীক্ষা বন্ধের বিজ্ঞপ্তি (No. : 288-PSC(Selection)) জারি করল পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন। সূত্রের খবর, রাজ্য সরকারের নির্দেশ মোতাবেক (753/III-ISS/2M-22/2020 dated 14) কোভিড-১৯ এর সংক্রমণ যাতে ছড়িয়ে না পরে তার জন্য আগামী ৩০ জুলাই পর্যন্ত সমস্ত লিখিত পরীক্ষা বন্ধের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। 

অফিসিয়াল বিজ্ঞপ্তি

 

প্রসঙ্গত, গত ২২ জুন পি এস সি'র চেয়ারম্যান  এক প্রতিবেদনে জানিয়েছিলেন, ২৫ জুলাই থেকে লিখিত পরীক্ষা নেওয়া হতে পারে। বিজ্ঞপ্তি অনুযায়ী, ২৫ জুলাই নেওয়া হবে ২ টি লিখিত পরীক্ষা- (১) Workshop Instructor (২) Inspector of Legal Metrology। সেই অনুযায়ী আজ ১৫ জুলাই থেকে উল্লিখিত পরীক্ষা দুটির অ্যাডমিট কার্ড পি এস সি'র ওয়েবসাইট থেকে পরীক্ষার্থীরা  ডাউনলোড করতে পারবেন- বিজ্ঞপ্তি দিয়ে এমনটাই জানানো হয়েছিল। এমনকি পি এস সি'র পক্ষ থেকে জানানো হয়েছিল যে, ২৫ জুলাই ওয়ার্কশপ ইন্সট্রাক্টর এর পরীক্ষা হবে সকাল ১০ টা থেকে ১১.৩০ মিনিট পর্যন্ত এবং ইন্সপেক্টর অফ লিগাল মেট্রোলজির পরীক্ষা হবে দুপুর ২.৩০ মিনিট থেকে বিকেল ৪ টে পর্যন্ত।

কিন্তু পরিস্থিতি যেহেতু পরীক্ষা নেওয়ার মত অনুকূল নয় এবং কোভিড-১৯ এর সংক্রমণ যাতে আরও ছড়িয়ে না পরে তার জন্য লিখিত পরীক্ষা বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

এই বিষয়ে আরও বিস্তারিত তথ্যের জন্য দেখুন পি এস সি'র অফিসিয়াল ওয়েবসাইট https://wbpsc.gov.in/ 

 



You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ