ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

স্কিল বেঙ্গল ডেস্কঃ পশ্চিমবঙ্গের পোস্ট অফিসে (পোস্টাল সার্কেলে) গ্রামীণ ডাক সেবক পোস্টে মোট ২৩৫৭ জন কর্মী নিয়োগ করা হবে। এই নিয়োগের বিজ্ঞপ্তি নম্বর RECTT/R-100/GDS/CYCLE-III/VOL-I । 

আবেদন করতে হবে অনলাইনে ডাক বিভাগের অফিসিয়াল ওয়েবসাইটে ১৯আগস্ট,২০২১ এর মধ্যে।

গ্রামীণ ডাক সেবক পোস্টে মোট ৩ ধরনের পদ আছে। 

১) ব্রাঞ্চ পোস্টমাস্টার ( বিপিএম )
২) অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার ( এবিপিএম ) এবং
 ৩) ডাক সেবক।

যোগ্যতা


কম্পিউটারে জ্ঞান সহ মাধ্যমিক পাশ ছেলেমেয়েরা এই পদের জন্য আবেদন করতে পারবেন। তবে গণিত, আঞ্চলিক ভাষা এবং ইংরেজি - এই তিনটি বিষয়ে পাশ করতেই হবে। মনে রাখতে হবে, দশম শ্রেণী পর্যন্ত আঞ্চলিক ভাষা পাঠ্যে থাকা এই পোস্টের আবশ্যিক শর্ত।

পশ্চিমবঙ্গ সার্কেলের কোন জায়গায় কোন ভাষা জানতেই হবে 

(১) West Bengal (Other than Darjeeling Postal Division)----- Bengali
(২) Darjeeling Postal Division (other than GTA* Area) ----- ---- Nepali/Bengali
(৩) Post Offices under GTA*Area (Gorkha Territorial Administration) ------- Nepali
(৪) Andaman and Nicobar Islands --------- Hindi / English
(৫) Sikkim --------- Nepali/English

বয়স সীমা


বয়স হতে হবে ২০ জুলাই, ২০২১ অনুযায়ী ১৮ থেকে ৪০বছরের মধ্যে। তবে এস সি / এস টি এর ক্ষেত্রে ৫বছর, ও বি সি এর ক্ষেত্রে ৩বছর, পি ডব্লিউ ডি এর ক্ষেত্রে ১০বছর, পি ডব্লিউ ডি + ও বি সি এর ক্ষেত্রে ১৩ বছর এবং পি ডব্লিউ ডি + এস সি/এস টি হলে বয়সের উর্ধ্ব সীমায় ১৫বছরের ছাড় পাবেন।

নির্বাচন পদ্ধতি


মাধ্যমিক পরীক্ষার নম্বর অনুযায়ী মেধা তালিকা তৈরী করা হবে। কিছু ক্ষেত্রে যদি প্রার্থীদের নম্বর সমান হয় তখন যে প্রার্থীর বয়স বেশী সেই অনুযায়ী তালিকা তৈরী করা হবে।
এই বিজ্ঞপ্তিতে এখনও পর্যন্ত কোনরকম পরীক্ষা বা ইন্টারভিউয়ের কথা জানানো হয়নি। পরবর্তী কালে কোনো রকম পরিবর্তন হলে তা অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত করা হবে।

একজন প্রার্থী একটি অ্যাপ্লিকেশানের মাধ্যমে নিজের হোম সার্কেল সহ সারা দেশের যে কোন একটি সার্কেলে বা একাধিক সার্কেলে সর্বাধিক ২০ টি পোস্টের জন্য আবেদন করতে পারবেন। তবে আবেদন করার সময় পছন্দের তালিকায় post1, post2, post3, post4,
post5 এভাবে উল্লেখ করতে হবে।

আবেদন পদ্ধতি 

আবেদন করতে হবে অনলাইনে সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে ১৯ আগস্ট, ২০২১ এর মধ্যে। দুটি অফিসিয়াল ওয়েবসাইটে আবেদন করা যাবে, তা হল - https://appost.in/gdsonline/  এবং https://indiapost.gov.in। 

 অনলাইন আবেদনের অফিসিয়াল লিঙ্ক-   CLICK HERE


আবেদন ফি ১০০টাকা। তবে এস সি/ এস টি/ পি ডব্লিউ ডি/ মহিলা / রূপান্তরকামী মহিলা - ক্ষেত্রে কোনো আবেদন ফি লাগবে না।
 
এই সংক্রান্ত আরও বিস্তারিত তথ্য জানতে দেখুন  অফিসিয়াল ওয়েবসাইট - https://indiapost.gov.in । 

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ