ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

স্কিল বেঙ্গল ডেস্কঃ ওয়েস্টবেঙ্গল জুডিশিয়াল সার্ভিসের (বিজ্ঞপ্তি নম্বর  08/2021) প্রিলি পরীক্ষা হবে ১২ সেপ্টেম্বর। আগামী ২৪ সেপ্টেম্বর, ২০২১ এর মধ্যে ই অ্যাডমিট কার্ড পি এস সি'র অফিসিয়াল ওয়েবসাইটে আপলোড করা হবে, পাবলিক সার্ভিস কমিশন সূত্রে এমনটাই জানা গেছে। 

প্রিলি পরীক্ষার অফিসিয়াল বিজ্ঞপ্তি CLICK HERE

 ই অ্যাডমিট কার্ড CLICK HERE

প্রসঙ্গত, গত ৯ জুলাই, ২০২১ এ ওয়েস্টবেঙ্গল জুডিশিয়াল সার্ভিস পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল পাবলিক সার্ভিস কমিশন।

অফিসিয়াল বিজ্ঞপ্তি - CLICK HERE

মূল বিজ্ঞপ্তিতেই জানিয়ে দেওয়া হয়েছিল ওয়েস্টবেঙ্গল জুডিশিয়াল সার্ভিস এক্সাম, ২০২১ এর প্রিলিমিনারি পরীক্ষা নেওয়া হবে চলতি বছরের সেপ্টেম্বর মাসে। আর তার পরের মাসে অর্থাৎ অক্টোবর মাসে নেওয়া হবে মেন পরীক্ষা। সেই মত প্রিলি পরীক্ষা নেওয়া হচ্ছে ১২ সেপ্টেম্বর।

এই পরীক্ষার সম্পূর্ণ প্রতিবেদন টি বাংলায় পড়তে - CLICK HERE

এই  বিষয়ে আরও বিস্তারিত তথ্যের জন্য দেখুন পি এস সি'র অফিসিয়াল ওয়েবসাইট https://wbpsc.gov.in/ । 

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ