ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

স্কিল বেঙ্গল ডেস্কঃ ওয়েস্টবেঙ্গল জুডিশিয়াল সার্ভিস পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করল পাবলিক সার্ভিস কমিশন। এই নিয়োগের বিজ্ঞপ্তি নম্বর  08/2021। ওয়েস্টবেঙ্গল জুডিশিয়াল সার্ভিস এক্সাম, ২০২১ এর প্রিলিমিনারি পরীক্ষা নেওয়া হবে চলতি বছরের সেপ্টেম্বর মাসে। আর তার পরের মাসে অর্থাৎ অক্টোবর মাসে নেওয়া হবে মেন পরীক্ষা। এস সি / এস টি / ওবিসি প্রার্থী রা সর্বাধিক ৫ বার এবং অন্যান্য প্রার্থী রা সর্বাধিক ৩ বার এই পরীক্ষায় বসার সুযোগ পাবেন।  

অফিসিয়াল বিজ্ঞপ্তি - CLICK HERE

যোগ্যতা

আইনে স্নাতক এবং বার কাউন্সিলে অ্যাডভোকেট হিসেবে নাম নথিভুক্ত থাকলে ওয়েস্টবেঙ্গল জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় বসার জন্য আবেদন করতে পারবেন। বাংলা ভাষায় লেখা, পড়া ও বলতে পারার দক্ষতা থাকা চাই। তবে নেপালি যাদের মাতৃভাষা তাদের ক্ষেত্রে এই ভাষাগত দক্ষতার আবশ্যিক তা প্রযোজ্য নয়। 

বয়স হতে হবে ১০ জুলাই, ২০২১ অনুযায়ী ২৩ থেকে ৩৫ বছরের মধ্যে। পশ্চিমবঙ্গের এস সি / এস টি প্রার্থী রা ৫ বছর, ও বি সি প্রার্থী রা ৩ বছর পর্যন্ত বয়সের ছাড় পাবেন। পাশাপাশি,  ৪০% ও তার ওপরের প্রতিবন্ধী প্রার্থী রা ৪৫ বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন। 

প্রিলিমিনারি ও মেন পরীক্ষার সিলেবাস - CLICK HERE

শূন্য পদ ১৪ টি। বেতনক্রম ২৭,৭০০ টাকা থেকে ৪৪,৭৭০ টাকা। 

নির্বাচিত প্রার্থী দের ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল সার্ভিসে সিভিল জজ (জুনিয়র ডিভিশন) পোস্টে নিয়োগ করা হবে। 

আবেদন পদ্ধতি

আবেদন করতে হবে অনলাইনে ৫ আগস্ট, ২০২১ এর মধ্যে পি এস সি'র অফিসিয়াল ওয়েবসাইটে। আবেদনের ফি ২১০ টাকা। পশ্চিমবঙ্গের এস সি / এস টি এবং ৪০% ও তার ওপরের প্রতিবন্ধী প্রার্থীদের কন আবেদনের ফি দিতে হবে না। 

আবেদনের লিঙ্ক - CLICK HERE 

এই  বিষয়ে আরও বিস্তারিত তথ্যের জন্য দেখুন পি এস সি'র অফিসিয়াল ওয়েবসাইট https://wbpsc.gov.in/index.jsp 

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ