ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

স্কিল বেঙ্গল ডেস্কঃ রাজ্যের প্রাইমারি টেট এর অ্যাডমিট কার্ড (WBTET Admit Card) দেওয়া শুরু হয়েছে। পর্ষদের ২ টি ওয়েবসাইট থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাবে। জেনে নিন কীভাবে এই ওয়েবসাইট থেকে আপনি অ্যাডমিট কার্ড ডাউনলোড করবেন।

অ্যাডমিট কার্ড ডাউনলোড এর পদ্ধতি | WBTET Admit Card

১) ব্রাউজারে গিয়ে টাইপ করুন এই দুটির যেকোনো একটি ওয়েবসাইট - https://www.wbbpe.org/ or http://wbbprimaryeducation.org 

২) এরপর ক্লিক করুন এই লিঙ্কে -  

Click here Online Application for Teacher Eligibility Test-2022 (TET-2022) for Classes I to V

৩) "Print / Download Admit Card" অপশানে ক্লিক করুন

৪) ফর্ম ফিলাপের সময় যে রেজিস্ট্রেশান নম্বর পেয়েছেন সেটি এবং জন্মতারিখ দিয়ে সাবমিট করুন।

৫) সাবমিট করলে আপনাকে অ্যাডমিট কার্ড এর প্রিভিউ স্ক্রিন দেখাবে। এখান থেকে আপনার অ্যাডমিট কার্ড টি প্রিন্ট করে নিন। 

অফিসিয়াল বিজ্ঞপ্তিSee PDF file

প্রসঙ্গত,  গতকাল রাতে প্রাইমারি টেট এর অ্যাডমিট কার্ড ডাউনলোড এর বিজ্ঞপ্তি জারি করে প্রাথমিক শিক্ষা পর্ষদ। আগামী ১১ ডিসেম্বর প্রাইমারি টেট পরীক্ষা।

এই বিষয়ে আরও বিস্তারিত তথ্যের জন্য দেখুন প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইট - https://www.wbbpe.org/ । 

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ