ওয়েস্ট বেঙ্গল পাওয়ার ডেভেলপমেন্টে বিভিন্ন পদে কর্মী নিয়োগ
স্কিল বেঙ্গল ডেস্কঃ দ্য ওয়েস্ট বেঙ্গল পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডে বিভিন্ন পদে কর্মী নিয়োগ করা হবে।
বিজ্ঞপ্তি নম্বর - WBPDCL/Recruitment/2022/08।
সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে কর্মী নিয়োগ করা হবে।
ইন্টারভিউ হবে ১১ নভেম্বর, ২০২২ তারিখে।
পোস্ট অনুযায়ী বিস্তারিত তথ্য
১) ভোকেশনাল ট্রেনিং ম্যানেজার
শূন্যপদ - ১টি
২) ইন্সট্রাক্টর (মাইনিং)
শূন্যপদ - ১টি
৩) ইন্সট্রাক্টর (ইলেকট্রিক্যাল)
শূন্যপদ - ১টি
৪) ইন্সট্রাক্টর (মেকানিকাল)
শূন্যপদ - ১টি
বয়স, শিক্ষাগত যোগ্যতা, বেতন প্রভৃতি সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে দেখুন WBPDCL এর অফিসিয়াল ওয়েবসাইট www.wbpdcl.co.in।
নির্দিষ্ট সময়ের চুক্তির মেয়াদে অস্থায়ী হিসেবে এই নিয়োগ করা হবে।
আবেদন পদ্ধতি
সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে কর্মী নিয়োগ করা হবে।
ইন্টারভিউ হবে ১১ নভেম্বর, ২০২২ তারিখে সকাল ১০:৩০টা থেকে দুপুর ২টো পর্যন্ত।
ঠিকানা - Bidyut Unnayan Bhaban, WBPDCL, Plot No. 3/C, LA - Block, Sector - III, Bidhannagar, Kolkata - 700106 ।
যোগাযোগ - (033) 2339 3100/200
আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন WBPDCL এর অফিসিয়াল ওয়েবসাইট www.wbpdcl.co.in।
চাকরি ও স্কিল সংক্রান্ত যে কোনও খবর নিয়মিত সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ।