ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

স্কিল বেঙ্গল ডেস্কঃ WBCS 2020'র মেন পরীক্ষার ফলাফল প্রকাশ করল পি এস সি। গ্রুপ 'এ' তে ২৩১ জন এবং গ্রুপ 'বি' তে ৭৮ জন; সব মিলিয়ে ৩০৯ জন পারসোনালিটি টেস্টে ডাক পেলেন। 

প্রসঙ্গত, এই পরীক্ষার বিজ্ঞপ্তি নম্বর ছিল - Advt. No. 22/2019। 

কাট অফ মার্কস গ্রুপ 'এ'। WBCS cut of marks

গ্রুপ 'এ' তে ১৬০০ নম্বরের মধ্যে ক্যাটেগরি ভিত্তিক কাট অফ মার্কস ছিল -  

Unreserved – 936,

OBC-A – 935.66,

OBC-B – 936,

SC –858.34,

ST – 787.67,

PH(HI) – 670.33,

PH(VC) – 780.33,

SC(LDCP) – 736.67

কাট অফ মার্কস গ্রুপ 'বি'। WBCS cut of marks

 

গ্রুপ 'বি' তে ১৬০০ নম্বরের মধ্যে ক্যাটেগরি ভিত্তিক কাট অফ মার্কস ছিল -  

Unreserved – 989.01,

OBC -A – 989.01,

OBC -B – 973.34,

SC – 892,

ST – 870

কবে কখন পারসোনালিটি টেস্ট ( for WBCS 2020 main qualified) নেওয়া হবে টা খুব শীঘ্রই বিজ্ঞপ্তি দিয়ে জানানো হবে, এমনটাই জানিয়েছে পি এস সি।

আরও বিস্তারিত তথ্যের জন্য দেখুন পি এস সি'র অফিসিয়াল ওয়েবসাইট - https://wbpsc.gov.in/

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ