ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

সুদীপ ঘোষঃ এবার রাজ্যে চালু হচ্ছে ৪ বছরের ইন্টিগ্রেটেড বি এড কোর্স। তারই বিজ্ঞাপন প্রকাশিত হল রাজ্যের ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ টিচার্স ট্রেনিং এডুকেশন, প্ল্যানিং এন্ড অ্যাডমিনিস্ট্রেশন এর তরফে।

এখন আর স্নাতক কোর্সের পর বিএড ডিগ্রি নয়। সরাসরি স্নাতক সহ বিএড কোর্সের সুবিধা পেতে চলেছে ছাত্রছাত্রীরা। এতে শিক্ষকতার যোগ্যতা পেতে আর (৩+২) ৫ বছরের অপেক্ষা নয়, মাত্র ৪ বছরেরই মিলবে সেই সুযোগ।

গত ২০১৮ সালে কেন্দ্রীয় সরকারের বাজেটে এন. সি. টি. ই-এর এই প্রস্তাব জানানো হয়েছিল। তারপর জাতীয় শিক্ষানীতি ২০২o তে এই প্রস্তাব বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়। আর সেই কোর্সের ভর্তি শুরু হচ্ছে এই রাজ্যে। এর ফলে ছাত্রছাত্রীরা নিজেদের বি. এ, বি.এস.সি কোর্সের সাথেই বি এড ডিগ্রি হাতে পাবে। স্নাতকের পর থাকবে না বি এড নিয়ে চিন্তা।

ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ টিচার্স ট্রেনিং এডুকেশন, প্ল্যানিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন- এর ২০২২-২৬ বি. এ- বি. এড / বি. এস. সি- বি. এড কোর্সে ভর্তির বিস্তারিত তথ্য-

আবেদনের পদ্ধতি

১) অনলাইনে অ্যাপ্লিকেশান করা যাবে আগামী ১৮জুলাই,২০২২ সকাল ১১ টা থেকে।
২) অ্যাপ্লিকেশনের করা যাবে ৫ ই আগস্ট,২০২২. সন্ধ্যা -৬ টা পর্যন্ত।
৩) অ্যাপ্লিকেশান মডিফাইড করার সুযোগ থাকছে ৫ই আগস্ট পর্যন্ত।
৪) অ্যাপ্লিকেশান ফর্ম প্রিন্ট করা যাবে ৬ই আগস্ট থেকে।

ভর্তির পদ্ধতি

১) কলেজ ও অনার্স বিষয় অনুযায়ী মেধাতালিকা প্রকাশিত হবে আগামী ১০ই আগস্ট,২০২২।
২) নির্দিষ্ট কলেজে ভর্তির শেষ দিন ১৫ সেপ্টেম্বর পর্যন্ত।
৩) ভর্তি হওয়া স্টুডেন্টদের সমস্ত তথ্য ই-মেল মারফত ইউনিভার্সিটিকে পাঠাতে হবে আগামী ১৫ই সেপ্টেম্বরের মধ্যে।
আরও বিস্তারিত তথ্যের জন্য দেখুন অফিসিয়াল ওয়েবসাইট- www.wbuttepa.ac.in

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ