ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

স্কিল বেঙ্গল ডেস্ক : বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে সান্ধ্যকালীন কোর্সে ভর্তি নেওয়া হচ্ছে। বয়সের কোন বাধা নিষেধ নেই পাশাপাশি ছাত্রছাত্রী সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে কর্মরত ব্যক্তিরাও এই কোর্সে ভর্তি হওয়ার সুযোগ পাবেন।

আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ান অনুযায়ী ২৮ ফেব্রুয়ারি, ২০২২ এর মধ্যে।


কোর্স অনুযায়ী বিস্তারিত তথ্য 


১) ইন্সট্রুমেন্টেশন এবং ল্যাবরেটরি ট্রেনিং প্রোগ্রাম (সার্টিফিকেট কোর্স)


যোগ্যতা - বিজ্ঞান শাখার বিষয়ে গ্র্যাজুয়েট ডিগ্রী
আসন সংখ্যা - ৩০টি
কোর্সের মেয়াদ - ৬ মাস

২) সাঁওতালি মিউজিক, নৃত্য ও গীত (সার্টিফিকেট কোর্স)


যোগ্যতা - মাধ্যমিক
আসন সংখ্যা - ৩০টি
কোর্সের মেয়াদ - ৩ মাস

৩) সাঁওতালি (ডিপ্লোমা কোর্স)


যোগ্যতা - উচ্চমাধ্যমিক
আসন সংখ্যা - ১০০টি
কোর্সের মেয়াদ - ১ বছর

৪) মৌমাছি এবং হুলহীন মৌমাছি প্রতিপালন (সার্টিফিকেট কোর্স)


যোগ্যতা - মাধ্যমিক
আসন সংখ্যা - ৫০টি
কোর্সের মেয়াদ - ২ সপ্তাহ

আসন সংখ্যা সীমিত। তাই আগে এলে অগ্রাধিকার দেওয়া হবে।

আবেদন পদ্ধতি 


আবেদন করতে হবে অনলাইনে বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিশন পোর্টাল www.vidyasagar.ac.in/CentreCell/CCAE  থেকে ফর্ম ডাউনলোড করে ইমেল পাঠানোর মাধ্যমে। আবেদনের শেষ তারিখ ২৮ ফেব্রুয়ারি, ২০২২।
আবেদন পত্রের স্ক্যান কপি ও আবেদন মূল্য জমা করার ডকুমেন্ট ইমেল করে পাঠাতে হবে এই ঠিকানায় - ccaeoffice@mail.vidyasagar.ac.in

আবেদন মূল্য ২০০/- টাকা। টাকা জমা করতে হবে ব্যাঙ্কের মাধ্যমে - UCO Bank, Vidyasagar University Branch
IFSC CODE - UCBA0001748
Beneficiary Name - Vidyasagar University, CCAE
A/c No. 17480110077832
Swift Code - UCBAINBB102

ভর্তি সংক্রান্ত, স্টাডি মেটেরিয়াল প্রভৃতি সম্বন্ধে জানার জন্য যোগাযোগ করতে পারেন বিশ্ববিদ্যালয়ের সাথে।
ঠিকানা - The Director, Centre for Continuing and Adult Education (CCAE)
Vidyasagar University, Paschim Midnapore - 721102
বা ফোন করতে পারেন এই নম্বরে - 8373861707।

আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট www.vidyasagar.ac.in/CentreCell/CCAE

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ