ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

স্কিল বেঙ্গল ডেস্ক : ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (UPSC) এর কম্বাইন্ড ডিফেন্স সার্ভিসেস পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সরকারি কোর্স করে আর্মি, নেভি বা এয়ারফোর্সে চাকরির সুযোগ রয়েছে  ইউ পি এস সি'র Combined Defence Services Examination (I), 2022 এর মাধ্যমে। কোর্স শুরু হবে ২০২৩ এ।।

এই পরীক্ষার বিজ্ঞপ্তি নম্বর - EXAMINATION NOTICE NO.4/2022 CDS - I। আবেদন করতে হবে অনলাইনে UPSC এর অফিসিয়াল ওয়েবসাইটে ১১ জানুয়ারি, ২০২২ এর মধ্যে।

পরীক্ষার সম্ভাব্য তারিখ ১০ এপ্রিল, ২০২২।
কলকাতা, শিলিগুড়ি সহ বিভিন্ন রাজ্যের বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা নেওয়া হবে।

 ডিফেন্স এর অ্যাকাডেমি অনুযায়ী যে সকল কোর্স করিয়ে চাকরি দেওয়া হবে - 


১) ইন্ডিয়ান মিলিটারি অ্যাকাডেমি
আসন সংখ্যা - ১০০টি
কোর্স শুরু হবে জানুয়ারি ২০২৩।

২) ইন্ডিয়ান নেভাল অ্যাকাডেমি
আসন সংখ্যা - ২২টি
কোর্স শুরু হবে জানুয়ারি ২০২৩।

৩) এয়ার ফোর্স অ্যাকাডেমি
আসন সংখ্যা - ৩২টি
কোর্স শুরু হবে জানুয়ারি ২০২৩।

৪) অফিসার্স ট্রেনিং অ্যাকাডেমি (এসএসসি মেন)
আসন সংখ্যা - ১৭০টি
কোর্স শুরু হবে এপ্রিল ২০২৩।

৫) অফিসার্স ট্রেনিং অ্যাকাডেমি (এসএসসি ওমেন) (নন টেকনিক্যাল)
আসন সংখ্যা - ১৭টি
কোর্স শুরু হবে জানুয়ারি ২০২৩।

 

Name of Examination Document Type Documents Link
Combined Defence Services Examination (I), 2022 Exam Notification Click Here to Apply

 

যোগ্যতা


ক) ইন্ডিয়ান মিলিটারি অ্যাকাডেমি এবং অফিসার্স ট্রেনিং অ্যাকাডেমি এর ক্ষেত্রে গ্র্যাজুয়েট ডিগ্রী থাকতে হবে।
খ) ইন্ডিয়ান নেভাল অ্যাকাডেমি এর ক্ষেত্রে ইঞ্জিনিয়ারিং ডিগ্রী থাকতে হবে।
গ) ইন্ডিয়ান এয়ার ফোর্সের ক্ষেত্রে গণিত ও ভৌত বিজ্ঞান সহ উচ্চমাধ্যমিক পাশ এবং ইঞ্জিনিয়ারিং এ ব্যাচেলর ডিগ্রী থাকতে হবে।

চূড়ান্ত বর্ষের ছাত্র ছাত্রীরাও আবেদন করতে পারবেন।

বয়সসীমা 

ক) ইন্ডিয়ান মিলিটারি অ্যাকাডেমি এবং ইন্ডিয়ান নেভাল অ্যাকাডেমি এর ক্ষেত্রে জন্মতারিখ হতে হবে ২ জানুয়ারি, ১৯৯৯ থেকে ১ জানুয়ারি, ২০০৪ এর মধ্যে।  তবে কেবল মাত্র অবিবাহিত পুরুষেরাই এই ক্ষেত্রে আবেদন করতে পারবেন।
খ) এয়ার ফোর্স অ্যাকাডেমি এর ক্ষেত্রে বয়স হতে হবে ২০ বছর থেকে ২৪ বছরের মধ্যে। অর্থাৎ ১ জানুয়ারি, ২০২৩ অনুযায়ী জন্মতারিখ হতে হবে ২ জানুয়ারি, ১৯৯৯ থেকে ১ জানুয়ারি, ২০০৩ এর মধ্যে।
নির্দিষ্ট ক্যাটাগরির ক্ষেত্রে ২৬ বছর পর্যন্ত বয়সের ছাড় আছে।
তবে মনে রাখতে হবে বয়স ২৫ বছরের নীচে হলে অবিবাহিত হতে হবে কিন্তু ২৫ বছর বয়সের উর্ধ্বে হলে বিবাহিত প্রার্থীরা আবেদন করতে পারবেন তবে ট্রেনিং চলাকালীন পরিবারের সাথে থাকা যাবে না।
গ) অফিসার্স ট্রেনিং অ্যাকাডেমি এর SSC পুরুষ এর ক্ষেত্রে জন্মতারিখ হতে হবে ২ জানুয়ারি, ১৯৯৮ সাল থেকে ১ জানুয়ারি, ২০০৪ এর মধ্যে।তবে অবিবাহিত পুরুষেরা আবেদন করতে পারবেন।
এবং SSC মহিলা নন টেকনিক্যাল কোর্সের ক্ষেত্রেও জন্মতারিখ হতে হবে ২ জানুয়ারি, ১৯৯৮ সাল থেকে ১ জানুয়ারি, ২০০৪ এর মধ্যে। তবে অবিবাহিত মহিলা এবং সন্তানহীন বিধবা যারা পুনর্বিবাহ করেননি তারা আবেদনের যোগ্য।

পরীক্ষা পদ্ধতি


লিখিত পরীক্ষা, ইন্টারভিউ এবং শারীরিক পরীক্ষার মাধ্যমে প্রার্থী বাছাই হবে। IMA/INA/AFA এর ক্ষেত্রে মোট তিনটি বিষয়ে ১০০ নম্বর করে মোট ৩০০ নম্বরের পরীক্ষা হবে। প্রতি বিষয়ের পরীক্ষার সময় সীমা ২ঘণ্টা। যে যে বিষয় থাকবে সেগুলি হল - ইংরেজি, সাধারণ জ্ঞান এবং এলিমেন্টারি মাথেম্যাটিকস। অফিসার্স ট্রেনিং অ্যাকাডেমি এর ক্ষেত্রে মোট দুটি বিষয়ে ১০০ নম্বর করে মোট ২০০ নম্বরের পরীক্ষা হবে। সময়সীমা ২ ঘণ্টা। যে বিষয় গুলি থাকবে সেগুলি হল - ইংরেজি ও সাধারণ জ্ঞান। অবজেক্টিভ টাইপ এর প্রশ্ন করা হবে। OMR শিটে উত্তর দিতে হবে। কালো পেনের কালি ব্যবহার করতে হবে। নেগেটিভ মার্কিং আছে।

আবেদন পদ্ধতি


আবেদন করতে হবে অনলাইনে UPSC এর অফিসিয়াল ওয়েবসাইট www.upsconline.nic.in  এ ১১ জানুয়ারি, ২০২২ এর মধ্যে।
অনলাইন আবেদন পত্র উইথড্র করা যাবে ১৮ জানুয়ারি, ২০২২ থেকে ২৪ জানুয়ারি, ২০২২ (সন্ধ্যে ৬টা) পর্যন্ত।
আবেদনের ফি ২০০ টাকা।তবে এসসি/ এসটি/মহিলা প্রার্থীদের কোনো আবেদন ফি লাগবে না। আবেদন ফি জমা করতে হবে অনলাইনে নেট ব্যাঙ্কিং/ক্রেডিট/ডেবিট কার্ডের মাধ্যমে অথবা SBI ব্যাঙ্কের যে কোনো শাখাতে গিয়েও টাকা জমা করা যাবে।
তবে একটি কথা মনে রাখতে হবে 'Pay by Cash' মোডে ব্যাঙ্কে টাকা জমা করার শেষ তারিখ ১০ জানুয়ারি, ২০২২।
আবেদন করার জন্য আবেদনকারীর অবশ্যই নিজের একটা বৈধ মোবাইল নম্বর এবং ই-মেল আইডি থাকতে হবে। কারণ নিয়োগ সংক্রান্ত যাবতীয় তথ্য sms অথবা ই-মেইলের মাধ্যমেই পাঠানো হবে। পরীক্ষার তিন সপ্তাহ আগে UPSC -র ওয়েবসাইট থেকে ই-অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করে নিতে হবে। 


এবিষয়ে আরও বিস্তারিত তথ্যের জন্য দেখুন UPSC এর অফিশিয়াল ওয়েবসাইট- https://www.upsc.gov.in/ । 

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ