ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

স্কিল বেঙ্গল ডেস্ক ঃ মোট ২৫৩ জন অ্যাসিস্ট্যান্ট কমান্ডান্ট নিয়োগ করবে সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্স। ইউ পি এস সির CENTRAL ARMED POLICE FORCES (ASSISTANT COMMANDANTS) EXAMINATION, 2022 এর মাধ্যমে এই  নিয়োগ করা হবে।

 যোগ্যতা সাপেক্ষে ছেলে ও মেয়ে উভয়েই আবেদনের যোগ্য। 

আরও পড়ুন -  ট্রেনিং এর সময় মাসিক ৫৫ হাজার টাকা স্টাইপেন্ড, আজই আবেদন করুন


আবেদন করতে হবে অনলাইনে ১০ মে, ২০২২ এর মধ্যে।

পোস্ট অনুযায়ী বিস্তারিত তথ্য


মোট শূন্যপদ - ২৫৩টি এর মধ্যে কোন ডিপার্টমেন্টে কয়টি পোস্ট দেখে নিন - 
১) BSF - ৬৬টি
২) CRPF - ২৯টি
৩) CISF - ৬২টি
৪) ITBP - ১৪টি
৫) SSB - ৮২টি

আরও পড়ুন - সিনেমায় আগ্রহী, এই কোর্সটি তাহলে আপনার জন্যই

যোগ্যতা -   ১ আগস্ট, ২০২২ অনুযায়ী, ২০ থেকে ২৫ বছরের মধ্যে বয়স এবং  গ্র্যাজুয়েট পাশ ছেলেমেয়েরা আবেদনের যোগ্য। তবে নির্দিষ্ট ক্যাটাগরি গুলির ক্ষেত্রে বয়সের ছাড় আছে।

পাশাপাশি শারীরিকভাবে নির্দিষ্ট কিছু মানদণ্ড রয়েছে। অর্থাৎ, উচ্চতা, ওজোন ইত্যাদি। এই সম্পর্কিত বিস্তারিত তথ্য পাওয়া যাবে এই পি ডি এফ ফাইলে - PDF File


নির্বাচন পদ্ধতি


লিখিত পরীক্ষা, ফিজিক্যাল ও মেডিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট এবং ইন্টারভিউ এর মাধ্যমে চূড়ান্ত পর্যায়ের জন্য প্রার্থী নির্বাচিত করা হবে।

আরও পড়ুন - এবার বাড়িতে বসেই শিখে নেওয়া যাবে সংবাদ রচনার কারিকুরি

লিখিত পরীক্ষা হওয়ার সম্ভাব্য তারিখ ৭ আগস্ট, ২০২২।

লিখিত পরীক্ষার দুটি পেপার আছে। লিখিত পরীক্ষায় অবজেক্টিভ টাইপ প্রশ্ন করা হবে। প্রতি ভুল উত্তরের জন্য ০.৩৩ অংশ নম্বর নেগেটিভ মার্কিং হিসেবে কাটা যাবে।

লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে ফিজিক্যাল ও মেডিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট এবং ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট দিতে পারবেন। এর ফলাফলের উপর ভিত্তি করে যে সকল প্রার্থী উত্তীর্ণ হবেন তারা ইন্টারভিউ দিতে পারবেন।

কলকাতা সহ দেশের বিভিন্ন স্থানে পরীক্ষাকেন্দ্রের ব্যবস্থা আছে।
পরীক্ষার নম্বর, সময়সীমা, সিলেবাস প্রভৃতি বিষয়ে বিস্তারিত দেখুন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট https://www.upsc.gov.in

আবেদন পদ্ধতি


আবেদন করতে হবে অনলাইনে UPSC এর অফিসিয়াল ওয়েবসাইট https://www.upsconline.nic.in  ১০ মে, ২০২২ এর মধ্যে।

আবেদন মূল্য ২০০/- টাকা। তবে এসসি/এসটি/মহিলা এর ক্ষেত্রে আবেদন মূল্য জমা দিতে লাগবে না। টাকা জমা করতে হবে অনলাইনে ডেবিট/ক্রেডিট কার্ড/নেট ব্যাঙ্কিং ইত্যাদির মাধ্যমে।

আবেদন পত্র উইথড্র করা যাবে ১৭ মে, ২০২২ থেকে ২৫ মে, ২০২২ এর মধ্যে।

একজন প্রার্থী কেবল একবারই আবেদন করতে পারবেন।

আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট https://www.upsc.gov.in

সবার আগে চাকরির খবরের আপডেট পেতে নিয়মিত ফলো করুন স্কিল বেঙ্গল এর - ফেসবুক পেজ  এবং আমাদের ওয়েবসাইট 

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ