নেতাজী সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ে আন্ডার গ্র্যাজুয়েট কোর্স
স্কিল বেঙ্গল ডেস্কঃ নেতাজী সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ে ২০২১-২২ শিক্ষাবর্ষে বিভিন্ন বিষয়ে আন্ডার গ্র্যাজুয়েট (B.A/B Sc/B.Com) কোর্সে ভর্তি নেওয়া হবে। বিজ্ঞপ্তি নম্বর - Reg/0845। আবেদন করতে হবে অনলাইনে বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিশন পোর্টালে। আবেদনের শেষ তারিখ ১০সেপ্টেম্বর, ২০২১।
কোর্সের মেয়াদ তিন বছর। কোর্সটি সি বি সি এস মোডে সেমেস্টার হিসেবে হবে।
অফিসিয়াল বিজ্ঞপ্তি CLICK HERE
অনলাইন আবেদনের লিঙ্ক- CLICK HERE
বিষয়ভিত্তিক গুরুত্ব পূর্ণ তথ্য
বি.এ শাখার মধ্যে যে বিষয়গুলি আছে সেগুলির নাম এবং যোগ্যতা -
কলা বিভাগ :-
১) বাংলা - উচ্চ মাধ্যমিক/ বৃত্তিমূলক শাখায় উচ্চ মাধ্যমিক পাশ
২) ইংরেজি - ইংরেজিতে কমপক্ষে ৪০% নম্বর নিয়ে উচ্চ মাধ্যমিক/ বৃত্তিমূলক শাখায় উচ্চ মাধ্যমিক পাশ
সামাজিক বিজ্ঞান বিভাগ :-
৩) ইতিহাস - উচ্চ মাধ্যমিক/ বৃত্তিমূলক শাখায় উচ্চ মাধ্যমিক পাশ
৪) রাজনৈতিক বিজ্ঞান - উচ্চ মাধ্যমিক/ বৃত্তিমূলক শাখায় উচ্চ মাধ্যমিক পাশ
৫) পাবলিক অ্যাডমিনিসস্ট্রেশন (পুরাতন সিলেবাস) - উচ্চ মাধ্যমিক/ বৃত্তিমূলক শাখায় উচ্চ মাধ্যমিক পাশ
৬) সামাজিক বিজ্ঞান - উচ্চ মাধ্যমিক/ বৃত্তিমূলক শাখায় উচ্চ মাধ্যমিক পাশ
বি.এস সি শাখার মধ্যে যে বিষয়গুলি আছে সেগুলির নাম এবং যোগ্যতা -
বিজ্ঞান বিভাগ :-
১) ভৌত বিজ্ঞান - ভৌত বিজ্ঞানে কমপক্ষে ৪০% নম্বর এবং গণিতে পাশ নম্বর সহ উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে
২) রসায়ন বিজ্ঞান - রসায়ন বিজ্ঞানে কমপক্ষে ৪০% নম্বর এবং গণিতে পাশ নম্বর সহ উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে
৩) গণিত - গণিতে কমপক্ষে ৫০% নম্বর সহ উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে
৪) ভূগোল - ভূগোলে কমপক্ষে ৫০% নম্বর সহ উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে
৫) জুওলজি - জীববিজ্ঞানে কমপক্ষে ৫০% নম্বর সহ উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে
৬) বোটানি - জীববিজ্ঞানে কমপক্ষে ৫০% নম্বর সহ উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে
এছাড়াও যে বিষয়গুলি আছে সেগুলি হল -
১) শিক্ষাবিজ্ঞান (বি.এ) - কমপক্ষে ৪৫% নম্বর সহ (কলা / বিজ্ঞান শাখায়) উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে
২) অর্থনীতি (বি.এ) - উচ্চ মাধ্যমিক/ বৃত্তিমূলক শাখায় উচ্চ মাধ্যমিক পাশ
৩) বাণিজ্য (বি.কম) - উচ্চ মাধ্যমিক/ বৃত্তিমূলক শাখায় উচ্চ মাধ্যমিক পাশ
রাজ্য সরকারের নিয়ম অনুযায়ী এস সি/এস টি এর ক্ষেত্রে নম্বরের ছাড় আছে।
আবেদন পদ্ধতি
আবেদন করতে হবে অনলাইনে বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিশন পোর্টালে। আবেদনের শেষ তারিখ ১০সেপ্টেম্বর, ২০২১। অ্যাডমিশনের ওয়েবসাইটটি হল - https://bdp.wbnsouadmissions.com/ ।
অনলাইন আবেদনের লিঙ্ক- CLICK HERE
এই সংক্রান্ত আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট www.wbnsou.ac.in।
বা ফোন করতে পারেন - (033)4066 - 3220
বা ইমেল পাঠাতে পারেন এই মেল আইডিতে - nsou@wbnsou.ac.in।
ঠিকানা -
Netaji Subhas Open University
DD - 26, Sector - 1, Salt Lake City
Kolkata - 700 064