কলকাতা বিশ্ববিদ্যালয়ের হোম সায়েন্স বিভাগে আন্ডার গ্র্যাজুয়েট কোর্স
স্কিল বেঙ্গল ডেস্কঃ কলকাতা বিশ্ববিদ্যালয়ের হোম সায়েন্স(অনার্স) এর অন্তর্গত বিষয়গুলিতে ২০২১ সেশনে আন্ডার গ্র্যাজুয়েট কোর্সে ভর্তি নেওয়া হবে। আবেদন করতে হবে অনলাইনে বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিশন পোর্টালে ২০আগস্ট, ২০২১ এর মধ্যে।
তবে ২০১৬ সালের আগে উচ্চমাধ্যমিক পাশ করলে এই কোর্সগুলির জন্য আবেদন করা যাবে না।মনে রাখতে হবে, উচ্চমাধ্যমিকে ইংরেজি বিষয়ে পূর্ণমানের উপর পাশ করতে হবে।
পুরুষ প্রার্থীরা এই কোর্সের জন্য আবেদন করতে পারবেন না।
অফিসিয়াল বিজ্ঞপ্তি - CLICK HERE
অনলাইন আবেদনের লিঙ্ক - CLICK HERE
কোর্স অনুযায়ী বিস্তারিত তথ্য
১) বি.এসসি (অনার্স) ফুড অ্যান্ড নিউট্রিশন (CC)
মেয়াদ - তিন বছর
আসন সংখ্যা - ৬১
শিক্ষাগত যোগ্যতা - মোট ৫০% নম্বর সহ উচ্চ মাধ্যমিক পাশ। উচ্চ মাধ্যমিকে রসায়ন বিজ্ঞানে কমপক্ষে ৫৫% নম্বর সহ লিখিত ও ব্যবহারিক প্রয়োগ দুটি ক্ষেত্রেই পাশ হতে হবে।
২) বি.এসসি (অনার্স) হিউম্যান ডেভেলপমেন্ট (CC)
মেয়াদ - তিন বছর
আসন সংখ্যা - ৬১
শিক্ষাগত যোগ্যতা - সমাজবিজ্ঞান/মনোবিজ্ঞান/ শিক্ষাবিজ্ঞান/ হোম ম্যানেজমেন্ট/ রসায়ন বিজ্ঞান/ জীববিদ্যা/ ভৌত বিজ্ঞান - এই বিষয়গুলির কম্বিনেশন নিয়ে উচ্চ মাধ্যমিকে ৫০% নম্বর সহ পাশ করতে হবে।
এস সি/ এস টি/ প্রতিবন্ধী প্রার্থীদের জন্য দুটি ক্ষেত্রেই উচ্চমাধ্যমিকে মোট ৪০% নম্বর পেলে হবে। তবে বাকি যোগ্যতার মাপকাঠি একই থাকবে।
তবে পশ্চিমবঙ্গ স্টেট কাউন্সিলের বৃত্তিমূলক শিক্ষা শাখার প্রার্থীরা এবং ২০১৮ সালের আগে যারা বিশ্ববিদ্যালয়ের পার্ট - ১ এ ভর্তি হয়ে গেছেন তারা এই সিবিসিএস কোর্সে আবেদন করতে পারবে না।
কিছু গুরুত্ব পূর্ণ তারিখ
১) মেধা তালিকা প্রকাশ করা হবে - ২৪আগস্ট, ২০২১।
মেধা তালিকা প্রকাশ করার উদ্দেশ্য হল - আবেদনকারীরা যেন তাদের নিজেদের নামের বানান, নম্বরের বিভাগ দেখে নেন। যদি কোনো কিছু সংশোধন করার থাকে তো আবেদনকারীকে বিশ্ববিদ্যালয়ের মেল আইডি তে সেটি মেল করে জানাতে হবে।
২) মেধা তালিকা সংশোধনের শেষ তারিখ - ২৬আগস্ট, ২০২১।
৩) সংশোধিত মেধা তালিকা প্রকাশ করা হবে - ৩১আগস্ট, ২০২১।
৪) প্রথম নির্বাচনী তালিকা প্রকাশ করা হবে - ৩সেপ্টেম্বর, ২০২১।
৫) বি.এসসি (অনার্স) ফুড অ্যান্ড নিউট্রিশন এবং হিউম্যান ডেভেলপমেন্ট এই দুটি শাখাতেই প্রথম নির্বাচনী তালিকার প্রার্থীদের ভর্তি - ৪ ও ৫ সেপ্টেম্বর, ২০২১।
৬) দ্বিতীয় নির্বাচনী তালিকা প্রকাশ করা হবে - ৮সেপ্টেম্বর, ২০২১।
৭) বি.এসসি (অনার্স) ফুড অ্যান্ড নিউট্রিশন এবং হিউম্যান ডেভেলপমেন্ট এই দুটি শাখাতেই দ্বিতীয় নির্বাচনী তালিকার প্রার্থীদের ভর্তি - ৯ ও ১০সেপ্টেম্বর, ২০২১।
প্রতিটি তালিকাই বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট - www.caluniv.ac.in এবং www.caluniv-ucsta.net এ দেখা যাবে।
পরবর্তী তালিকা প্রকাশের দিন, বিষয় পরিবর্তন করার দিন এবং রেজিস্ট্রেশন ফর্ম পূরণ করার দিন বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে পরে প্রকাশিত করা হবে।
আবেদন পদ্ধতি
আবেদন করতে হবে অনলাইনে বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিশন পোর্টালে। আবেদনের শেষ তারিখ ২০আগস্ট, ২০২১।
অনলাইন আবেদনের লিঙ্ক - CLICK HERE
এই সংক্রান্ত আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট।