ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

স্কিল বেঙ্গল ডেস্কঃ সারা দেশের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এবং জুনিয়র রিসার্চ ফেলোশিপ এর জন্য নির্ণায়ক পরীক্ষা ইউ জি সি নেট ২০২১ এর বিজ্ঞপ্তি প্রকাশিত হল।  বছরে দুবার এই পরীক্ষা নেওয়া হয়। 

২০২০সালের ডিসেম্বর মাসের ইউ জি সি নেট পরীক্ষা করোনা মহামারীর কারণে পিছিয়ে যায় ফলে ২০২১ জুনের এর ইউজিসি নেট পরীক্ষাও পিছিয়ে যায়। ইউ জি সি নেট এর পরবর্তী পরীক্ষার নির্ঘণ্ট নিয়মিত  রাখার জন্য  ডিসেম্বর ২০২০ এবং জুন ২০২১ এই দুটি পর্বের পরীক্ষার্থীদের একত্রে পরীক্ষা নেওয়া হবে। ন্যাশনাল টেস্টিং এজেন্সি(NTA) এর সহযোগিতায় কম্পিউটার বেসড টেস্ট (CBT) মোডে এই পরীক্ষা সংগঠিত হবে। 

এখন ইউ জি সি নেট জুন ,২০২১ এর জন্য আবেদন গ্রহনের কাজ শুরু হয়েছে। আবেদন করতে হবে অনলাইনে ৫সেপ্টেম্বর,২০২১ (রাত্রি ১১:৫০) এর মধ্যে। 

যারা ২০২০সালের ডিসেম্বর মাসের ইউ জি সি নেট এর জন্য নাম নথিভুক্ত করেছিলেন কিন্তু আবেদনের প্রক্রিয়া সম্পূর্ণ করে উঠতে পারেননি তারাও এবারে আবেদন করতে পারবেন। 

অনলাইন আবেদনের অফিসিয়াল লিঙ্ক- CLICK HERE

কমপক্ষে ৫৫ শতাংশ নম্বর (ও বি সি / এস সি / এস টি / প্রতিবন্ধী / তৃতীয় লিঙ্গ শ্রেণীর ক্ষেত্রে ৫০ %) সহ সংশ্লিষ্ট বিষয়ে মাস্টার্স ডিগ্রি থাকতে হবে।   ফাইনাল ইয়ারের পরীক্ষার্থীরা ও আবেদনের যোগ্য। 

বয়স সীমা


১) জুনিয়র রিসার্চ ফেলোশিপ 


শুধুমাত্র করোনা মহামারীর কারণে এই বছরে এই ক্ষেত্রে বয়সসীমা বাড়ানো হয়েছে। বয়স হতে হবে ১অক্টোবর, ২০২১ অনুযায়ী  ৩১ বছরের মধ্যে।
তবে ও বি সি - এন সি এল/এস সি/ এস টি/ প্রতিবন্ধী/তৃতীয় লিঙ্গ/ মহিলাদের ক্ষেত্রে ৫ বছরের বয়সের ছাড় আছে। এছাড়াও রিসার্চে অভিজ্ঞ প্রার্থী ৫বছর, এল এল বি ডিগ্রী করা প্রার্থী ৩বছর এবং আর্মড ফোর্সেস বিষয়ে শিক্ষিত প্রার্থী ৫বছরের ছাড় পাবে।


২) অ্যাসিসট্যান্ট প্রফেসর - এই ক্ষেত্রে বয়সের কোনো উর্দ্ধ সীমা নেই।

পরীক্ষা পদ্ধতি

কম্পিউটার বেসড টেস্ট মোডে পরীক্ষা হবে ।  অবজেক্টিভ টাইপের ২ টি পেপারের প্রথম পেপারে ১০০ নম্বর (৫০ টি প্রশ্ন- reasoning ability, reading comprehension, divergent thinking and general awareness ) এবং দ্বিতীয় পেপারে ২০০ নম্বর (১০০ টি প্রশ্ন - সংশ্লিষ্ট বিষয় থেকে) থাকবে।  মোট সময় ৩ ঘণ্টা। 

বিষয়ভিত্তিক সিলেবাস - CLICK HERE

মনে রাখতে হবে, যে সকল প্রার্থী অ্যাসিসট্যান্ট প্রফেসরশিপ এ মনোনীত হবে তারা জুনিয়র রিসার্চ ফেলোশিপ এ বিবেচিত হবে না।

আবেদন পদ্ধতি


আবেদন করতে হবে অনলাইনে সংস্থার নির্ধারিত দুটি অফিসিয়াল ওয়েবসাইটে। আবেদনের শেষ তারিখ ৫সেপ্টেম্বর, ২০২১ (রাত্রি ১১:৫০)। ওয়েবসাইট দুটি হল -https://ugcnet.nta.nic.in/  এবং https://www.nta.ac.in/ । 

আবেদনের ফি ১০০০ টাকা। (ও বি সি - এন সি এল এবং জেনারেল ই ডোব ব্লিউ এস দের ক্ষেত্রে ৫০০ টাকা এবং  এস সি/ এস টি/ প্রতিবন্ধী/তৃতীয় লিঙ্গ এর প্রার্থী দের ক্ষেত্রে ২৫০ টাকা)। 

অনলাইন আবেদনের অফিসিয়াল লিঙ্ক- CLICK HERE 

গুরুত্বপূর্ণ কিছু তারিখ:-
১)অনলাইনে আবেদন করার শেষ তারিখ - ৫সেপ্টেম্বর, ২০২১(রাত্রি ১১:৫০)
২) পরীক্ষার ফি জমা করার শেষ তারিখ - ৬সেপ্টেম্বর, ২০২১
৩) আবেদন পত্র অনলাইনে সংশোধনের সময় সীমা - ৭সেপ্টেম্বর, ২০২১ থেকে ১২সেপ্টেম্বর, ২০২১ পর্যন্ত
৪) অ্যাডমিট কার্ড দেওয়ার দিন - নির্দিষ্ট তারিখ এখনও প্রকাশিত হয়নি
৫) পরীক্ষার দিন - ৬অক্টোবর, ২০২১ থেকে ১১অক্টোবর, ২০২১ পর্যন্ত
৬) পরীক্ষার সময়সূচী - দুটি সময়ের পর্যায়ে
 পরীক্ষা নেওয়া হবে।
ক)  সকাল ৯টা থেকে বেলা ১২টা পর্যন্ত।
খ) দুপুর ৩টে থেকে সন্ধ্যে ৬টা পর্যন্ত।

আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন ইউ জি সি নেট এর অফিসিয়াল ওয়েবসাইট - www.nta.ac.in অথবা ugcnet.nta.nic.in।
বা ফোন করতে পারেন এই হেল্প ডেস্ক নম্বরে -  ০১১ ৪০৭৫৯০০০ কিংবা লিখে জানাতে পারেন এখানে - ugcnet@nta.ac.in।

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ