ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

সন্তু সামন্তঃ ওপেন, অনলাইন বা ডিসট্যান্স মোডে ডিগ্রি বা ডিপ্লোমার বৈধতা নিয়ে অনেক সময়ই ছাত্রছাত্রী এবং অভিভাবকদের মধ্যে দোটানা মনোভাব থাকে। এমনকি চাকরি বা কর্মজীবনে ওপেন মোডে করা সার্টিফিকেট এর বৈধতা নিয়েও অনেকের মনে দুশ্চিন্তা রয়েছে। তবে গতকাল ইউ জি সি র তরফে জারি করা বিজ্ঞপ্তির পর সেই দুশ্চিন্তার অনেকটাই অবসান হল। 

ইউ জি সির তরফে সচিব রজনীশ জৈন  গতকাল বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেন, বৈধতার প্রশ্নে ওপেন, ডিসট্যান্স বা অনলাইন মোডে করা ডিগ্রি বা ডিপ্লোমা কোর্সের সঙ্গে রেগুলার কোর্সের কোনও ফারাক নেই। ইউ জি সির ২২ নম্বর ধারা অনুযায়ী, ওপেন / অনলাইন বা ডিসট্যান্স মোডের গ্র্যাজুয়েট ও পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি (২০১৪ সালের বিজ্ঞপ্তি অনুযায়ী) এবং কমিশন স্বীকৃত  পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা রেগুলার কোর্সের সমান মর্যাদা পাবে। 

 

 

 

অফিসিয়াল বিজ্ঞপ্তি – Download PDF File

 

উল্লেখ্য করোনা এবং তার পরবর্তী সময় থেকে ওপেন / অনলাইন বা ডিসট্যান্স মোডে ডিগ্রি কোর্সে ভর্তির সংখ্যা অনেক বেড়েছে। তবে অনেকের মনেই প্রশ্ন ছিল ডিগ্রি বা ডিপ্লোমা পাওয়ার পর পরবর্তীকালে চাকরি বা কর্মজীবনে এই সার্টিফিকেটের বৈধতা নিয়ে কোনও সমস্যায় পড়তে হবে না তো ! ইউ জি সি বিজ্ঞপ্তি (F. No.3-5/2o22(DEB-Ill)) জারি করে এই সিদ্ধান্ত জানিয়ে দেওয়ায় ছাত্রছাত্রী এবং অভিভাবকদের মধ্যে থাকা দুশ্চিন্তার আর কোনও অবকাশ থাকল না।

 

চাকরি ও স্কিল সংক্রান্ত যে কোনও খবর নিয়মিত সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ