নার্সিং ট্রেনিং ইন্সটিটউট এ টিউটর নিয়োগের ইন্টারভিউর তারিখ ঘোষণা হল
স্কিল বেঙ্গল ডেস্কঃ নার্সিং ট্রেনিং ইন্সটিটউট এ টিউটর নিয়োগের (Advt. No. : 34/2019) ইন্টারভিউর তারিখ ঘোষণা করল পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন।
ইন্টারভিউ হবে 2৮ এপ্রিল, ২০২১ এ। কল লেটার ডাউনলোড করা যাবে ২০ এপ্রিল, ২০২১ থেকে পি এস সি'র অফিসিয়াল ওয়েবসাইটে।
মোট ১৮ জনকে ইন্টারভিউতে ডাকা হয়েছে।
ইন্টারভিউ তে ডাক পাওয়া প্রার্থীদের রোল নম্বর
এই বিষয়ে আরও বিস্তারিত তথ্যের জন্য দেখুন পি এস সি'র অফিসিয়াল ওয়েবসাইট।