ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

স্কিল বেঙ্গল ডেস্কঃ স্টীল অথরিটি অফ ইন্ডিয়া (STEEL AUTHORITY OF INDIA LTD) লিমিটেডের অন্তর্গত ইস্পাত জেনেরাল হসপিটালে (ISPAT GENERAL HOSPITAL) বিভিন্ন ট্রেনিং প্রোগ্রামে মোট ২০০ জন ট্রেনি নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তি নম্বর - PL -M&HS/1635। 

অফিসিয়াল বিজ্ঞপ্তিঃ Read Now

মাধ্যমিক পাশ যোগ্যতা থাকলেই আবেদনের যোগ্য।

আবেদন করতে হবে অনলাইনে ২০ আগস্ট, ২০২২ এর মধ্যে।

পোস্ট অনুযায়ী বিস্তারিত তথ্য

১) মেডিক্যাল অ্যাটেনডেন্ট ট্রেনিং
আসন সংখ্যা - ১০০টি
যোগ্যতা - কমপক্ষে মাধ্যমিক পাশ হতে হবে।
স্টাইপেন্ড - ৭০০০/- টাকা

২) ক্রিটিক্যাল কেয়ার নার্সিং ট্রেনিং
আসন সংখ্যা - ২০টি
যোগ্যতা - জেনেরাল নার্সিং ও মিডউইফেরি বিষয়ে ডিপ্লোমা বা নার্সিং এ বি.এসসি ডিগ্রী এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। পাশাপাশি নার্সিং কাউন্সিল দ্বারা রেজিস্টার্ড হতে হবে।
স্টাইপেন্ড - ১৭,০০০/- টাকা

৩) অ্যাডভান্সড স্পেশালাইজড নার্সিং ট্রেনিং
আসন সংখ্যা - ৪০টি
যোগ্যতা - জেনেরাল নার্সিং ও মিডউইফেরি বিষয়ে ডিপ্লোমা বা নার্সিং এ বি.এসসি ডিগ্রী থাকতে হবে। পাশাপাশি নার্সিং কাউন্সিল দ্বারা রেজিস্টার্ড হতে হবে।
স্টাইপেন্ড - ১৫,০০০/- টাকা

৪) ডেটা এন্ট্রি অপারেটর/মেডিক্যাল ট্রান্সক্রিপশন ট্রেনিং
আসন সংখ্যা - ৬টি
যোগ্যতা - কমপক্ষে উচ্চমাধ্যমিক পাশ সহ PGDCA ডিপ্লোমা থাকতে হবে।
স্টাইপেন্ড - ৯,০০০/- টাকা

৫) মেডিক্যাল ল্যাব. টেকনিশিয়ান ট্রেনিং
আসন সংখ্যা - ১০টি
যোগ্যতা - মেডিক্যাল ল্যাবরেটরি টেকনোলজিতে ডিপ্লোমা থাকতে হবে।
স্টাইপেন্ড - ৯,০০০/- টাকা

৬) হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন ট্রেনিং
আসন সংখ্যা - ১০টি
যোগ্যতা - হসপিটাল ম্যানেজমেন্ট/হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন বিষয়ে এমবিএ/বিবিএ/পি জি ডিপ্লোমা/গ্র্যাজুয়েট ডিগ্রী থাকতে হবে।
স্টাইপেন্ড - ১৫,০০০/- টাকা

৭) OT/ অ্যানাস্থেসিয়া অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং
আসন সংখ্যা - ৫টি
যোগ্যতা - উচ্চমাধ্যমিক পাশ এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
স্টাইপেন্ড - ৯,০০০/- টাকা

৮) অ্যাডভান্সড ফিজিওথেরাপি ট্রেনিং
আসন সংখ্যা - ৩টি
যোগ্যতা - সংশ্লিষ্ট বিষয়ে ব্যাচেলর ডিগ্রী এবং ইন্টার্নশিপের অভিজ্ঞতা থাকতে হবে।
স্টাইপেন্ড - ১০,০০০/- টাকা

৯) রেডিওগ্রাফার ট্রেনিং
আসন সংখ্যা - ৩টি
যোগ্যতা - মেডিক্যাল রেডিয়েশন টেকনোলজিতে ডিপ্লোমা থাকতে হবে।
স্টাইপেন্ড - ৯,০০০/- টাকা

১০) ফার্মাসিস্ট ট্রেনিং
আসন সংখ্যা - ৩টি
যোগ্যতা - ফার্মেসি বিষয়ে ডিপ্লোমা/ডিগ্রী থাকতে হবে।
স্টাইপেন্ড - ৯,০০০/- টাকা

বয়স - প্রতিটি ট্রেনি পোস্টের ক্ষেত্রেই বয়স হতে হবে ১৮ বছর থেকে ৩৫ বছরের মধ্যে।

নির্বাচন পদ্ধতি
 

শারীরিক সক্ষমতার পরীক্ষা ও ইন্টারভিউ নেওয়ার মাধ্যমে চূড়ান্ত পর্যায়ের জন্য প্রার্থী নির্বাচিত করা হবে।

ইন্টারভিউ এর তারিখ, স্থান ও সময় ইত্যাদি বিষয়গুলি আবেদনকারীর ফোন এসএমএস করে জানিয়ে দেওয়া হবে।

রৌরকেল্লা অঞ্চলে ট্রেনিং দেওয়া হবে।

ট্রেনিংয়ের মেয়াদ - ১ বছর

আবেদন পদ্ধতি

আবেদন করতে হবে অনলাইনে SAIL - IGH এর অফিসিয়াল ওয়েবসাইট http://igh.sailrsp.co.in এর মাধ্যমে ২০ আগস্ট, ২০২২ এর মধ্যে।

আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন SAIL - IGH এর অফিসিয়াল ওয়েবসাইট http://igh.sailrsp.co.in

চাকরি ও স্কিল সংক্রান্ত যে কোনও খবর নিয়মিত সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ