ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

স্কিল বেঙ্গল ডেস্ক : নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডে (NPCIL) অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তি নম্বর - RR Site/HRM/01/2021। আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ান অনুযায়ী। অনলাইনে আবেদনের শেষ তারিখ ১৩ সেপ্টেম্বর, ২০২১। অনলাইন আবেদনপত্র ডাকের মাধ্যমে পাঠানোর শেষ তারিখ ২৭ সেপ্টেম্বর, ২০২১। 

ট্রেনিং দেওয়া হবে The Apprentices Act, 1961 and The Apprenticeship Rules, 1992 অনুযায়ী।  অ্যাপ্রেন্টিসশিপের সময় সীমা - ১ বছর। রাজস্থানের ট্রেনিং সেন্টারে ট্রেনিং দেওয়া হবে।

মোট শূন্যপদের সংখ্যা - ১০৭ (UR - 45, SC -18, ST - 13, OBC (NC) - 21, EWS - 10, PWBD - 4)। তবে বিভিন্ন ধরণের অ্যাপ্রেন্টিসের শূন্যপদের সংখ্যা বিভিন্ন।

যে যে পোস্টে অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হবে তা হল - 
১) ফিটার (শূন্যপদ - ৩০)
২) টার্নার (শূন্যপদ - ০৪)
৩) মেসিনিস্ট (শূন্যপদ - ০৪)
৪) ইলেকট্রিশিয়ান (শূন্যপদ - ৩০)
৫) ইলেকট্রনিক মেকানিক (শূন্যপদ - ৩০)
৬) ওয়েল্ডার (শূন্যপদ - ০৪)
৭) কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট (COPA) - (শূন্যপদ - ০৫)

যোগ্যতা

সংশ্লিষ্ট ট্রেডে আই টি আই পাশ। বয়স হতে হবে১৩সেপ্টেম্বর, ২০২১ অনুযায়ী  ১৪ থেকে ২৪ বছরের মধ্যে। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন। 

শারীরিক ভাবে সুস্থ হতে হবে। উচ্চতা কমপক্ষে ১৩৭সেমি, ওজন কমপক্ষে ২৫.৪কেজি এবং বুকের ছাতি কমপক্ষে ৩.৮ সেমি ফোলানোর ক্ষমতা থাকা চাই। 

 

নির্বাচন পদ্ধতি


আই টি আই কোর্সে প্রাপ্ত নম্বর অনুযায়ী প্রার্থী নির্বাচিত হবে। নির্বাচিত প্রার্থীদের শারীরিক সক্ষমতার পরীক্ষা দিতে হবে। তারপর চূড়ান্ত মেধা তালিকা তৈরী করা হবে।

এক বছরের আই টি আই কোর্স পাশ হলে মাসে ৭৭০০/- টাকা স্টাইপেন্ড এবং দুই বছরের আই টি আই কোর্স পাশ হলে মাসে ৮৮৫৫/- টাকা স্টাইপেন্ড হিসেবে দেওয়া হবে। 

আবেদন পদ্ধতি


আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ান অনুযায়ী। আবেদনের শেষ তারিখ ১৩ সেপ্টেম্বর, ২০২১। প্রথমে www.apprenticeship.org বা  www.apprenticeship.gov.in  - এই দুটি ওয়েবসাইটের যে কোন একটিতে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। তারপর www.npcilcareers.co.in  ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে হবে। পূরণ করা আবেদনপত্র  প্রিন্ট  করে ২৭সেপ্টেম্বর, ২০২১ এর মধ্যে ডাকের মাধ্যমে পাঠাতে হবে নিম্নলিখিত ঠিকানাতে- 
HR Officer
Nuclear Training Centre,
Rawatbhata Rajasthan Site
NPCIL, P.O.-Anushakti, Via-Kota (Rajasthan), Pin- 323303 

আবেদনপত্রের সঙ্গে দিতে হবে নিম্নলিখিত সার্টিফিকেটের স্ব প্রত্যয়িত ডকুমেন্ট এর ফটোকপি - 

১) ITI certificate and Mark sheets of all semesters/ years.

২) Date of Birth certificate (Matriculation/10th Marksheet)

৩) Other qualification/experience certificates, if any.

৪) Community certificate of those belonging to SC/ST/OBC (Non-creamy
layer)

৫) Certificate of EWS issued by competent authority

৬)Police verification certificate issued by concerned Police Authority.

৭)Character/Conduct Certificate from the concerned Institution

8) Certificate of Physical disablility, if applicable.

৯) ADHAR Card (Compulsory)

১০) Recent Passport size photograph 4 Nos.

এই সংক্রান্ত আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট www.npcilcareers.co.in

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ