ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

স্কিল বেঙ্গল ডেস্ক : কেন্দ্রীয় সরকারের সংস্কৃতি মন্ত্রকের অধীন কলকাতার সায়েন্স সিটি মিউজিয়ামে বিভিন্ন ট্রেডে টেকনিশিয়ান পদে কর্মী নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তি নম্বর - 01/2021Dated 11/12/2021। আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ান অনুযায়ী ১০ জানুয়ারি, ২০২২ এর মধ্যে।

যোগ্যতা

মাধ্যমিক এবং সংশ্লিষ্ট ট্রেডে আই টি আই সার্টিফিকেট থাকতে হবে । আই টি আই সার্টিফিকেট ১ বছরের হলে ২ বছরের কাজের অভিজ্ঞতা এবং আই টি আই কোর্স ২ বছরের হলে কমপক্ষে ১ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। 

বয়স হতে হবে ১০ জানুয়ারি, ২০২২ অনুযায়ী ৩৫ বছরের মধ্যে। সরকারি নিয়ম বিধি অনুযায়ী নির্দিষ্ট ক্যাটাগরির ক্ষেত্রে বয়সের ছাড় আছে।

বেতন ক্রম - ১৯,৯০০/- টাকা - ৬৩,২০০/- টাকা।

শূন্যপদ

১) কম্পিউটার হার্ডওয়্যার অ্যান্ড নেটওয়ার্কিং (টেকনিশিয়ান - এ)
শূন্যপদ - ১টি (UR)
২) টার্নার (টেকনিশিয়ান - এ)
শূন্যপদ - ১টি (UR)
৩) ফিটার (টেকনিশিয়ান - এ)
শূন্যপদ - ১টি (SC)

Official Notice -  Download Here

 

নির্বাচন পদ্ধতি 


লিখিত পরীক্ষা এবং ট্রেডের পরীক্ষার নম্বরের উপর ভিত্তি করে চূড়ান্ত পর্যায়ের জন্য প্রার্থী নির্বাচিত করা হবে।

 

আবেদন পদ্ধতি


আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ান অনুযায়ী ১০ জানুয়ারি, ২০২২ এর মধ্যে। আবেদন পত্র সায়েন্স সিটি মিউজিয়ামের অফিসিয়াল ওয়েবসাইট https://sciencecitykolkata.org.in/recruitment  থেকে ডাউনলোড করতে হবে। তারপর প্রয়োজনীয় তথ্যাদি ও সেলফ অ্যাটেস্টেড করা কপি সহ আবেদন পত্রটি খামে পুরে ডাকের মাধ্যমে পাঠাতে হবে এই ঠিকানায় -
' DIRECTOR, SCIENCE CITY, J.B.S. Haldane Avenue, Kolkata - 700046 '।

খামের উপরে লিখতে হবে - ' Application for the post of " Technician - A (name of the trade) " at Science City, Kolkata "।

কেবল ১ এবং ২ নং পদের ক্ষেত্রে আবেদন ফি ২০০ টাকা (এসসি/এসটি/মহিলা/প্রতিবন্ধীর ক্ষেত্রে লাগবে না)। আবেদন ফি জমা করতে হবে অনলাইনে  - 
ব্যাংক ডিটেইলস -  
A/C HOLDER - SCIENCE CITY CALCUTTA
BANK - CANARA BANK
ACCOUNT NUMBER - 8419101020050
ACCOUNT TYPE - SAVINGS
IFSC - CNRB008419
MICR CODE - 700015053
BRANCH ADDRESS - SCIENCE CITY BRANCH, JBS HALDANE AVENUE, KOLKATA - 700046

অথবা ডিমান্ড ড্রাফট করতে হবে এই ঠিকানায় - ' in favour of " SCIENCE CITY CALCUTTA " payable at Kolkata '।

আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন সায়েন্স সিটি মিউজিয়ামের অফিসিয়াল ওয়েবসাইট https://sciencecitykolkata.org.in/recruitment

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ