বন্ধন গ্রুপের স্কুলে শিক্ষক ও অশিক্ষক কর্মী নিয়োগ
স্কিল বেঙ্গল ডেস্কঃ শিক্ষক ও অশিক্ষক কর্মী নিয়োগ করা হবে বন্ধন গ্রুপের স্কুলগুলিতে। দেখে নিন কোন পোস্টের জন্য কি যোগ্যতা থাকতে হবে -
1) টেলি কাউন্সিলর - গ্র্যাজুয়েট + স্কুল / কোচিং সেন্টারে টেলি মার্কেটিং এ অভিজ্ঞতা থাকতে হবে। স্থানীয় প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
২) কাউন্সেলর- আর সি আই নম্বর সহ সাইকোলজি তে এম এ / এম এস সি ।
৩) লাইব্রেরিয়ান - এম লিব / বি লিব
৪) ডি জি এম / এ জি এম - গ্র্যাজুয়েট + স্কুল প্রমোসানে ৫ বছরের অভিজ্ঞতা
৫) বি ডি এম / বি ডি ই - গ্র্যাজুয়েট + স্কুল প্রমোসানে ৩ বছরের অভিজ্ঞতা
৬) পি টি টিচার - গ্র্যাজুয়েট + বি পি এড / এম পি এড
৭) প্রি প্রাইমারি টিচার - গ্র্যাজুয়েট + এন টি টি / বি এড (ইংরেজি মিডিয়াম ব্যাকগ্রাউন্ড )
৮) প্রাইমারি টিচার - গ্র্যাজুয়েট / পোস্ট গ্র্যাজুয়েট + বি এড
৯) ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার - গ্র্যাজুয়েট / পোস্ট গ্র্যাজুয়েট + বি এড
১০) প্রিন্সিপাল - পোস্ট গ্র্যাজুয়েট + বি এড + ১০ বছর শিক্ষকতার অভিজ্ঞতা + ৫ বছর মূলত সি বি এস ই স্কুলে প্রশাসনিক কাজে অভিজ্ঞতা
উল্লিখিত সব পোস্টের ক্ষেত্রে সি বি এস ই স্কুলে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। স্কুল এর ঠিকানা - আরংঘাটা , চাকদহ , তালডি এবং সোনারপুর রাজপুর।
যোগ্য এবং আগ্রহী প্রার্থীদের ৩১ অক্টোবর, ২০২১ এর মধ্যে রেজুমে মেল করতে হবে এই আই ডি তে - recruitment@bandhan.org ।