উচ্চমাধ্যমিক গার্লস স্কুলে শিক্ষিকা নিয়োগ
স্কিল বেঙ্গল ডেস্কঃ শ্রী সারদা আশ্রম বালিকা বিদ্যালয়ে (উচ্চমাধ্যমিক বালিকা বিদ্যালয়) বিভিন্ন বিষয়ে শিক্ষিকা নিয়োগ করা হবে। পোস্ট গ্র্যাজুয়েট অভিজ্ঞ শিক্ষিকারা আবেদন করতে পারবেন।
নেওয়া হবে এই সমস্ত বিষয়ে - Statistics, Physics, Chemistry, Mathematics, Biology, Computer Science, Commerce, Political Science, Sociology, Education, Education, Economics, Nutrition, Psychology, English, Bengali and Art & Craft।
পশ্চিমবঙ্গের সরকারি বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষিকারাও আবেদন করতে পারবেন।
সি ভি পাঠাতে হবে বিদ্যালয়ের ই মেল আই ডি bidyalayasarada@gmail.com এ।
স্কুলের ঠিকানা - শ্রী সারদা আশ্রম বালিকা বিদ্যালয়, P-615, Block ‘O’, New Alipore, Kolkata, West-Bengal, India, Pin-700053 Contact Number: 033 – 2400 2688 (School), 033 – 2400 1534 (Ashrama)। ওয়েবসাইট -http://sreesaradaashramabalikabidyalaya.org/ ।