ফারাক্কা ব্যারেজের উচ্চমাধ্যমিক স্কুলে কেবলমাত্র ইন্টারভিউর মাধ্যমে শিক্ষক নিয়োগ
স্কিল বেঙ্গল ডেস্ক : ফারাক্কা ব্যারেজ প্রোজেক্টের বাংলা মাধ্যম উচ্চমাধ্যমিক স্কুলে কেবলমাত্র ইন্টারভিউর মাধ্যমে শিক্ষক নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তি নম্বর - A-12032/1/2021-Estbt(FBP)/9333(w.e)। আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ান অনুযায়ী ২৫ অক্টোবর, ২০২১ এর মধ্যে।
Notification regarding engagement of Contractual Teachers in FBPHS School Academic year- 2022
পোস্ট অনুযায়ী বিস্তারিত তথ্য
১) পোস্ট গ্র্যাজুয়েট টিচার (PGT)
শূন্যপদ - ৮টি (UR-5, SC-1, OBC-2)
যে যে বিষয়ে নিয়োগ করা হবে তা হল - গণিত - ২ জন, ইংরেজি - ১জন, বোটানি - ১ জন, জুওলজি - ১ জন, কেমিস্ট্রি - ১ জন, ফিজিক্স - ১ জন, ভূগোল - ১ জন
যোগ্যতা - কমপক্ষে ৫০% নম্বর সহ সংশ্লিষ্ট বিষয়ে মাস্টার্স ডিগ্রী এবং বি.এড থাকতে হবে।
বেতন - ২৭,৫০০/- টাকা
২) ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার (TGT)
শূন্যপদ - ৬টি
যে যে বিষয়ে নিয়োগ করা হবে তা হল - পিওর সায়েন্স - ২ জন, বায়ো-সায়েন্স - ১ জন, ইংরেজি - ১ জন, ইতিহাস - ১ জন, হিন্দি - ১ জন
যোগ্যতা - ৫০% নম্বর সহ গ্র্যাজুয়েশন/চার বছরের ডিগ্রী - ব্যাচেলর অফ আর্টস অ্যান্ড এডুকেশন (B.A.Ed)/ ব্যাচেলর অফ সায়েন্স অ্যান্ড এডুকেশন (B.Sc.Ed) এ ডিগ্রী (পাশাপাশি গ্র্যাজুয়েশনে আবশ্যিক বিষয় হিসেবে সংশ্লিষ্ট বিষয় থাকতে হবে) এবং এডুকেশনে ব্যাচেলর ডিগ্রী ও আপার প্রাইমারী লেভেলের সি-টেট (CTET) বা টেট (TET) পরীক্ষা কোয়ালিফায়েড হতে হবে।
বেতন - ২৬,২৫০/- টাকা
৩) ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার (TGT)
শূন্যপদ - ২টি
যে যে ক্ষেত্রে নিয়োগ করা হবে তা হল - মেল ফিজিক্যাল ট্রেনিং ইন্সট্রাক্টর - ১ জন, ফিমেল ফিজিক্যাল ট্রেনিং ইন্সট্রাক্টর - ১ জন।
যোগ্যতা - ফিজিক্যাল এডুকেশনে গ্র্যাজুয়েট অথবা কমপক্ষে ৫০% নম্বর নিয়ে বি.পি.এড ডিগ্রী থাকতে হবে।
বেতন - ২৬,২৫০/- টাকা
৪) ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার (TGT) ( মিউজিক )
শূন্যপদ - ১টি
যে বিষয়ে নিয়োগ করা হবে তা হল - ভোকাল
যোগ্যতা - কমপক্ষে ৫০% নম্বর সহ মিউজিকে (ভোকাল) গ্র্যাজুয়েট ডিগ্রী থাকতে হবে।
বেতন - ২৬,২৫০/- টাকা
৫) ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার (TGT) ( কম্পিউটার সায়েন্স)
শূন্যপদ - ১টি
যে বিষয়ে নিয়োগ করা হবে তা হল - কম্পিউটার সায়েন্স
যোগ্যতা - কম্পিউটার সায়েন্স এ বি.ই/বি.টেক/বি সি এ/ এম সি এ/কম্পিউটার সায়েন্স বা ইলেকট্রনিক্স উইথ কম্পিউটার সায়েন্স কম্পোনেন্টস এ এম.এসসি ডিগ্রী/ এম.এসসি (আই টি) / কম্পিউটার সায়েন্স এ বি.এসসি ডিগ্রী অথবা বিজ্ঞান শাখার যে কোন বিষয়ে মাস্টার্স/ব্যাচেলর ডিগ্রী / গণিত সহ কম্পিউটার অ্যাপ্লিকেশনে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা অথবা কম্পিউটার অ্যাপ্লিকেশনে PGDCA বা DOEACC এর 'O' লেভেল সহ যে কোন বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রী অথবা যে কোন বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রী সহ কমপক্ষে DOEACC এর "A" লেভেল (পাশাপাশি আন্ডার গ্র্যাজুয়েট কোর্সে কমপক্ষে ৫০% নম্বর থাকতে হবে) এবং আপার প্রাইমারী লেভেলের সি-টেট (CTET) বা টেট (TET) পরীক্ষা কোয়ালিফায়েড হতে হবে।
বেতন - ২৬,২৫০/- টাকা
৬) প্রাইমারী টিচার (PRT)
শূন্যপদ - ৭টি (UR-5, SC-1, OBC-1)
যোগ্যতা - উচ্চ মাধ্যমিক পাশ এবং কমপক্ষে ৫০% নম্বর সহ এডুকেশনে দুই বছরের ডিপ্লোমা এবং প্রাইমারী লেভেলের সি-টেট (CTET) বা টেট (TET) পরীক্ষা কোয়ালিফায়েড হতে হবে।
বেতন - ২১,২৫০/- টাকা
বয়স - ১ সেপ্টেম্বর, ২০২১ অনুযায়ী বয়স হতে হবে ১৮ থেকে ৬৩ বছরের মধ্যে।
প্রতিটি ক্ষেত্রে (ব্যতিক্রম- TGT - হিন্দি) দশম শ্রেণী পর্যন্ত বাংলা ভাষা পড়া আবশ্যিক।
একটি অ্যাকাডেমিক বছরের চুক্তিতে নিয়োগ করা হবে।
নির্বাচন পদ্ধতি
নির্বাচিত প্রার্থীদের ওয়াক- ইন - ইন্টারভিউ এর মাধ্যমে বাছাই করা হবে। বিজ্ঞপ্তি অনুযায়ী, ইন্টারভিউ ২০২১ সালের নভেম্বর / ডিসেম্বর মাসে হতে পারে। ইন্টারভিউ এর জন্য নির্বাচিত প্রার্থীদের ইমেল/ফোন/ ডাকের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।
আবেদন পদ্ধতি
আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ান অনুযায়ী ২৫ অক্টোবর, ২০২১ এর মধ্যে। এফবিপি এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে আগে আবেদন পত্র ডাউনলোড করে নিতে হবে।
আবেদনপত্র - ডাউনলোড করুন এখানে
সেলফ অ্যাটেস্টেড করা প্রয়োজনীয় ডকুমেন্ট (মার্ক শিট, শিক্ষাগত যোগ্যতা, বয়সের প্রমাণ পত্র, অভিজ্ঞতার সার্টিফিকেট [প্রযোজ্য ক্ষেত্রে]) এবং নিজের ঠিকানা লেখা দুটি খাম দিয়ে আবেদনপ্ত্র পাঠাতে হবে এই ঠিকানায় -
The Superintending Engineer (Coord)
Farakka Barrage Project
Post : Farakka Barrage
District : Murshidabad - 742212
West Bengal
আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন এফবিপি এর অফিসিয়াল ওয়েবসাইট - www.fbp.gov.in ।