ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

সুদীপ ঘোষ:- আপনি কি রাজ্যের শিক্ষক নিয়োগের বিজ্ঞাপনের দিকে অধীর আগ্রহে তাকিয়ে আছেন? তাহলে এবার এল আপনার জন্য সুবর্ণ সুযোগ।

হুগলি জেলার কামারপুকুর রামকৃষ্ণ মিশন মাল্টিপারপাস স্কুলে শিক্ষক নিয়োগ করা হবে। পড়াতে হবে বাংলা মাধ্যমে। 

আরও পড়ুন -

 

যে যে বিষয়ে নিয়োগ হবে-

১) বাংলা ( নবম ও দশম শ্রেণী)
২) জীবন বিজ্ঞান (উচ্চ প্রাথমিক)
৩) ইতিহাস (উচ্চ প্রাথমিক)


যোগ্যতা

এই তিনটি শূন্যপদেই শুধুমাত্র পুরুষ ক্যান্ডিডেটরা আবেদন করতে পারবেন।

আবেদনকারীদের স্নাতকস্তরে নির্দিষ্ট বিষয়ে ৩০০ মার্কসের সাথে বি. এড ডিগ্রি থাকতে হবে।

আর উচ্চপ্রাথমিক শূন্যপদের ক্ষেত্রে ঐ যোগ্যতার সঙ্গে টেট উত্তীর্ণ হওয়ার শংসা পত্র থাকতে হবে।

একজন ব্যক্তি  শুধুমাত্র একটি পদের জন্যই আবেদন করতে পারবেন।

নিয়োগ পদ্ধতি

লিখিত পরীক্ষা, অ্যাকাডেমিক স্কোর ও ডেমনস্ট্রেসান টিচিং সহ মৌখিক পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হবে। 

আবেদনের পদ্ধতি

আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ানে। আবেদনপত্র ডাউনলোড করতে হবে বিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট থেকে।

আবেদনপত্র - Download Now

আবেদনের ফি - জেনারেল ক্যান্ডিডেটদের জন্য ৫০০ টাকা এবং ওবিসি- এ ক্যান্ডিডেটদের জন্য ৪০০ টাকা। আবেদন ফি জমা করতে হবে নগদে। 

পূরণ করা আবেদনপত্র স্কুলের অফিসে সরাসরি জমা করতে হবে ২৮ মে'র মধ্যে।  সরকারি ছুটির দিন বাদে সকাল ১১টা থেকে ১টার  মধ্যে আবেদন পত্র জমা করা যাবে। 

আবেদন পত্রের সঙ্গে দেবেন নিজের সচিত্র পরিচয় পত্র ও শিক্ষকতা যোগ্যতার উল্লেখিত সব প্রমাণ পত্রের জেরক্স কপি ।

আরও বিইস্তারিত তথ্য জানতে দেখুন স্কুলের এই ওয়েবসাইট - http://www.rkmkmpskamarpukur.org/

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ