ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

স্কিল বেঙ্গল ডেস্কঃ টাটা ইনস্টিটিউট অফ ফান্ডামেন্টাল রিসার্চে বিভিন্ন ট্রেডে অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হবে।

বিজ্ঞপ্তি নম্বর - 2022/15।

ট্রেনিং দেওয়া হবে Apprentices Act, 1961 ও Apprenticeship Rules, 1961 অনুযায়ী।

সরাসরি ইন্টারভিউ নেওয়া হবে ১৫ সেপ্টেম্বর, ২০২২ তারিখ।

ট্রেড অনুযায়ী বিস্তারিত তথ্য

১) টার্নার
শূন্যপদ - ১টি

২) মেশিনিস্ট
শূন্যপদ - ১টি

৩) কারপেন্টার
শূন্যপদ - ২টি

৪) ওয়েলডার
শূন্যপদ - ১টি

৫) ইলেকট্রিশিয়ান 
শূন্যপদ - ২টি

৬) ফিটার
শূন্যপদ - ১টি

৭) পেইন্টার
শূন্যপদ - ১টি

 

অফিসিয়াল বিজ্ঞপ্তিঃ Download Now

যোগ্যতা - সংশ্লিষ্ট ট্রেডে আই টি আই পাশ হতে হবে।

বয়স - বয়স হতে হবে ১ জুলাই, ২০২২ অনুযায়ী ২৮ বছরের মধ্যে।

স্টাইপেন্ড - ১২,৫০০/- টাকা

ট্রেনিংয়ের মেয়াদ - Apprentices Rules 1991 অনুযায়ী 

নির্বাচন পদ্ধতি 

আবেদন পত্রে দেওয়া তথ্য,যোগ্যতা ও ইন্টারভিউ এর মাধ্যমে চূড়ান্ত পর্যায়ের জন্য প্রার্থী নির্বাচিত করা হবে।

মুম্বাই এর ক্যাম্পাস এ ট্রেনিং দেওয়া হবে।

আবেদন পদ্ধতি 

আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ান অনুযায়ী। প্রথমে অনলাইনে আবেদন করতে হবে TIFR এর অফিসিয়াল ওয়েবসাইট http://www.tifr.res.in/positions এ।

তবে আবেদন করার আগে অবশ্যই https://apprenticeshipindia.org/login এ রেজিস্ট্রেশন করতে হবে।

তারপর সরাসরি ইন্টারভিউ নেওয়া হবে ১৫ সেপ্টেম্বর, ২০২২ তারিখে। ইন্টারভিউ শুরু হবে সকাল ৯টা থেকে। 

ঠিকানা - Tata Institute of Fundamental Research,1 Homi Bhabha Road, Navy Nagar, Colaba, Mumbai - 400005।

ইন্টারভিউ এর সময় অবশ্যই আবেদন পত্র সহ সকল প্রয়োজনীয় তথ্যাদি সাথে নিয়ে যেতে হবে।

আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন TIFR এর অফিসিয়াল ওয়েবসাইট http://www.tifr.res.in/positions

চাকরি ও স্কিল সংক্রান্ত যে কোনও খবর নিয়মিত সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ