একবার টেট পাশ করলেই সারাজীবন চাকরির সুযোগ
স্কিল বেঙ্গল ডেস্কঃ এবার একবার টেট পাশ করলে তার বৈধতা থাকবে সারাজীবন। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল নিশাঙ্ক আজ সাংবাদিক বৈঠক করে একথা জানিয়েছেন।
অর্থাৎ টিচার্স এলিজিবিলিটি টেস্টের (টেট) শংসাপত্র আপনি যদি একবার পান, তাহলে ৭ বছরের জায়গায় সারাজীবন শিক্ষকতার চাকরির পরীক্ষায় সুযোগ পাওয়া যাবে। ২০১১ সাল থেকে এই নিয়ম কার্যকর করা হবে।
ন্যাশনাল কাউন্সিল ফর টিচার্স এডুকেশন অর্থাৎ এন সি টি ই গত ২০১১ সালের ১১ ফেব্রুয়ারি, এক নির্দেশিকা জারি করে জানিয়েছিল শিক্ষক নিয়োগের জন্য সব রাজ্য টেট পরীক্ষা নেবে। আর এই পরীক্ষায় পাশ করলে সেই সার্টিফিকেটের মেয়াদ থাকবে ৭ বছর। আজ কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল নিশাঙ্ক সাংবাদিক বৈঠক করে জানিয়ে দিলেন টেট পাশ সার্টিফিকেট এর বৈধতা থাকবে আজীবন। তিনি জানিয়েছেন যারা ২০১১ সালে টেট পরীক্ষা দিয়েছিলেন তাদের সময় থেকে এই নিয়ম চালু হবে।
২০১১ সাল থেকে যেহেতু এই নিয়ম চালু করা হয়েছে তাই ২০১১, ২০১২ ও ২০১৩ সালে যারা টেট পাশ করেছিলেন হিসেব মত তাদের সার্টিফিকেট এর মেয়াদ ৭ বছর পেরিয়ে গেছে। এবার তাদের নতুন করে সার্টিফিকেট দেওয়া হবে । সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের সরকারকে এই ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলেছেন শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল নিশাঙ্ক। শ্রী পোখরিয়াল জানিয়েছেন, শিক্ষকতার পেশায় যারা আগ্রহী তাদের কর্মসংস্থান বৃদ্ধিতে এটি একটি ইতিবাচক পদক্ষেপ।