কলকাতা পুলিসে ৩৩০ জন সাব ইন্সপেক্টর ও সার্জেন্ট নিয়োগ
স্কিল বেঙ্গল ডেস্কঃ কলকাতা পুলিশে ৩৩০ জন সাব ইন্সপেক্টর ও সার্জেন্ট নিয়োগ ( Sub-Inspector/Sub-Inspectress (Unarmed Branch) and Sergeant in Kolkata Police - 2021) করা হবে। আবেদন করতে হবে ১৯ জুলাই, ২০২১ থেকে ১৯ আগস্ট, ২০২১ বিকেল ৫ টার মধ্যে ।
মোট শূন্যপদ ৩৩০ টি (Unreserved (UR) 171, Scheduled Caste 67, Scheduled Tribe 36, OBC - 33, OBC - 23)।
অনলাইনে আবেদনের গাইড - CLICK HERE
অফলাইনে আবেদনের গাইড - CLICK HERE
যোগ্যতা
যে কোন শাখার গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা ১ জানুয়ারি, ২০২১ অনুযায়ী, ২০ থেকে ২৭ বছরের মধ্যে বয়স থাকলে আবেদনের যোগ্য। পশ্চিমবঙ্গের এস সি/ এস টি হলে ৫ বছর এবং ও বিসি হলে ৩ বছর বয়সের ছাড় পাবেন।
দার্জিলিং ও কালিম্পং জেলার পাহাড়ি এলাকার বাসিন্দা ছাড়া রাজ্যের অন্যান্য পরীক্ষার্থীদের জন্য বাংলায় কথা বলা, লেখা ও পড়তে পাড়া এই পোস্টের জন্য আবশ্যিক শর্ত।
প্রতিবন্ধী প্রার্থী রা এই পোস্টের জন্য যোগ্য নন।
অফিসিয়াল বিজ্ঞপ্তি - CLICK HERE
পোস্ট অনুযায়ী উচ্চতা ও ওজন
নির্বাচন পদ্ধতি
প্রিলিমিনারি পরীক্ষা, শারীরিক মান নির্ণয় ও শারীরিক সক্ষমতার পরীক্ষা, মেন পরীক্ষা এবং ইন্টারভিউর মাধ্যমে প্রার্থী বাছাই হবে।
প্রিলিমিনারি পরীক্ষা- অবজেক্টিভ টাইপের ২০০ নম্বরের প্রিলিমিনারি পরীক্ষায় থাকবে এই সব বিষয় - 100 marks in General Studies having 50 questions, 50 marks in Logical & Analytical reasoning having 25 questions and 50 marks in Arithmetic having 25 questions। মোট সময় ৯০ মিনিট। এই পরীক্ষার নম্বর ফাইনাল মেধা তালিকায় যোগ হবে না। এটি শুধুমাত্র পরবর্তী ধাপে উত্তীর্ণ হওয়ার পরীক্ষা।
শারীরিক মান নির্ণয় ও শারীরিক সক্ষমতার পরীক্ষা- (১) ৩ মিনিটে ৮০০ মিটার দৌড় (Sub-Inspector (Unarmed Branch) and Sergeant in Kolkata Police) (২) ২ মিনিটে ৪০০ মিটার দৌড় (Sub-Inspectress (Unarmed Branch) in Kolkata Police) ।
মেন পরীক্ষা (Final Combined Competitive Examination)- এই পরীক্ষায় ডেসক্রিপটিভ টাইপের ২০০ নম্বরের প্রশ্ন হবে।
a) Paper-I :- General Studies and Arithmetic for 100 marks (50 marks for General Studies, and 25 marks for
Logical & Analytical reasoning and 25 marks for Arithmetic) of 2 (two) hours duration.
b) Paper-II :- English of 50 marks of 1 (one) hour duration.
c) Paper-III :- Bengali/Hindi/Urdu/Nepali of 50 marks of 1 (one) hour duration
ইন্টারভিউ (Personality Test)- মোট ৩০ নম্বর। কমপক্ষে ৮ নম্বর পেতেই হবে।
ফাইনাল মেধা তালিকা তৈরি হবে মেন পরীক্ষা ও ইন্টারভিউ তে পাওয়া নম্বরের ভিত্তিতে।
বেতনক্রম - ৩২,১০০ টাকা থেকে ৮২,৯০০ টাকা।
আবেদনের পদ্ধতি
অনলাইন এবং অফলাইন দু ভাবেই আবেদন করা যাবে। দুটি ক্ষেত্রেই আবেদন করতে হবে ১৯ জুলাই, ২০২১ থেকে ১৯ আগস্ট, ২০২১ বিকেল ৫ টার মধ্যে । আবেদন ও প্রসেসিং ফি ২৭০ টাকা (পশ্চিমবঙ্গের এস সি/ এস টি হলেশুধুমাত্র প্রসেসিং ফি ২০ টাকা )।
অনলাইনে আবেদনের গাইড - CLICK HERE
অফলাইনে আবেদনের গাইড - CLICK HERE
অনলাইনে আবেদন করা যাবে এই ২ টি ওয়েবসাইটের মাধ্যমে - http://wbpolice.gov.in/ এবং http://www.kolkatapolice.gov.in/।
অফলাইনে আবেদন করতে চাইলে প্রথমে উল্লিখিত ওয়েবসাইট ২ টি থেকে আবেদনের ফর্ম ডাউনলোড করে নিতে হবে। আবেদনের ফি পাঞ্জাব ন্যাসানাল ব্যাঙ্ক (চালানের মাধ্যমে।) বা পোস্ট অফিসে (ই পেমেন্ট) জমা করা যাবে।
খামের ওপরে উল্লেখ করবেন - NAME OF THE RECRUITMENT, NAME OF THE POST and APPLICATION SL. NO.।
আবেদনপত্রের সঙ্গে অবশ্যই ফি জমা দেওয়ার অরিজিনাল রিসিট কপি ((to be pasted on page-2 of application form)) দিতে হবে।
আবেদনপত্র ডাকের মাধ্যমে পাঠানোর ঠিকানা- "the Chairman, West Bengal Police Recruitment Board, Araksha Bhaban, 5th Floor, 6th Cross Road, Block - DJ, Sector - II, Salt Lake City,Kolkata - 700 091"।
অফলাইনে আবেদন করলে ফর্ম ফিল আপের পর ফর্মের ১ টি ফটোকপি নিজের কাছে রেখে দেবেন, এটি পরে কাজে লাগবে। অনলাইনে আবেদন করলে আবেদনপত্রের একটি প্রিন্ট আউট নিয়ে নেবেন।
আরও বিস্তারিত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ২ টি ওয়েবসাইট।