ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

স্কিল বেঙ্গল ডেস্কঃ রাজ্যে ৩টি সাব-এডিটর শূন্যপদের জন্য নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল ওয়েষ্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন (advertisement no. 6/2021)। 
     আবেদন করতে হবে অনলাইনে ২০ই এপ্রিল, ২০২১ থেকে ১০ই মে ২০২১ এর মধ্যে, পাবলিক সার্ভিস কমিশনের ওয়েবসাইটে। মোট শূন্যপদ ৩ টি।

যোগ্যতা

বাংলায় লেখা,পড়া ও কথা বলতে পারা এই পদে নিয়োগের আবশ্যিক শর্ত। তবে নেপালি যাদের মাতৃভাষা তাদের ক্ষেত্রে এটি প্রযোজ্য নয়। স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনও শাখায় অনার্স গ্র্যাজুয়েট রা আবেদন যোগ্য। সাব এডিটর/ সাংবাদিকতা / মাস কম প্রাকটিশনার হিসেবে ৩ বছরের অভিজ্ঞতা  থাকতে হবে। বাংলা ও ইংরেজিতে মানুস্ক্রিপট  তৈরি, বঙ্গানুবাদ,  প্রূফ রিডিং জানা আবশ্যিক। কম্পিউটার ব্যবহার এবং পেইজ ডিজাইনিং-এর অভিজ্ঞতা এবং দক্ষতা থাকতে হবে। বয়স হতে হবে ০১/০১/২০২১ অনুযায়ী ৩৬ বছরের মধ্যে।

বেতনক্রম

বেতনক্রম ৩৫,৮০০ থেকে ৯২,১০০ -এর মধ্যে।

আবেদন পদ্ধতি

আবেদন করতে হবে  পাবলিক সার্ভিস কমিশনের ওয়েবসাইটে ১০ই মে থেকে ২০২১ এর মধ্যে।  আবেদনের ফি ১৬০ টাকা ( পশ্চিমবঙ্গের SC,ST এবং ৪০% বা তার উপরের প্রতিবন্ধীদের জন্য কোনো ফি লাগবে না) জমা করা যাবে অনলাইনে। আবেদনের ফি offline -এ UBI-এর ব্যাঙ্ক চালানের মাধ্যমেও জমা করা যাবে। 

এ বিষয়ে আরও জানতে বিস্তারিত তথ্য পাওয়া যাবে পাবলিক সার্ভিস কমিশনের ওয়েবসাইটে। 

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ