ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

স্কিল বেঙ্গল ডেস্কঃ রাজ্যের ছাত্র ছাত্রীদের জন্য ১০ লক্ষ টাকার ক্রেডিট কার্ড চালু হতে চলেছে, প্রেস কনফারেন্সে আজ এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সরকারি ভাবে এই উদ্যোগ চালু হবে আগামী ৩০ জুন, ২০২১ এ। এই কার্ডের মূল বিশেষত্ব হল পড়াশুনো করার জন্য ব্যাঙ্ক লোন নিতে হলে আর কারও কাছে দ্বারস্থ হতে হবে না গ্যারান্টার হওয়ার জন্য। রাজ্য সরকার ই গ্যারান্টার হবে। আজ রাজ্যের ক্যাবিনেটে এটি পাশ হয়েছে। স্নাতক, স্নাতকোত্তর, ডিপ্লোমা বা পেশাদারি কোনও কোর্স এ পড়াশুনো করার জন্য এই ক্রেডিট কার্ড ব্যবহার করা যাবে। ৪০ বছর বয়স পর্যন্ত এই সুবিধে পাওয়া যাবে। যে কারনে ক্রেডিট কার্ডের মাধ্যমে এই লোন নেবেন তা পড়াশুনো শেষ হয়ে চাকরি পাওয়ার ১৫ বছরের মধ্যে শোধ করতে হবে।

প্রেস কনফারেন্সের ভিডিও লিঙ্ক -  CLICK HERE

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ