ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

স্কিল বেঙ্গল ডেস্ক : রাজ্যস্তরে স্কলারশিপ পরীক্ষা নেওয়া হবে ২০২২ এর ১৬ জানুয়ারি। এই পরীক্ষায় (স্টেট লেভেল ন্যাশানাল ট্যালেন্ট সার্চ এক্সাম ২০২১-২০২২) অংশগ্রহণের জন্য  আবেদন করতে হবে অনলাইনে ৩০ নভেম্বর, ২০২১ এর মধ্যে।

অফিসিয়াল বিজ্ঞপ্তি click here 

আবেদনের লিঙ্ক click here

পুরানো প্রশ্নপত্র click here 

কোন ক্লাসের ছেলেমেয়েরা সুযোগ পাবেন ?


ওয়েস্টবেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশান বা ওয়েস্টবেঙ্গল বোর্ড অফ মাদ্রাসা এডুকেশান বা সি বি এস ই বা আই সি এস ই  বোর্ডের অধীন রাজ্যের স্কুলগুলোতে ক্লাস টেন এ পাঠরত ছাত্র-ছাত্রীরা ক্লাস নাইনে কমপক্ষে ৫০% নম্বর (এস সি/এস টি/ওবিসি এন সি এল এর ক্ষেত্রে ৪০% নম্বর এবং প্রতিবন্ধীর ক্ষেত্রে স্কোর কার্ড ) পেয়ে থাকলে আবেদনের যোগ্য। 

যে সকল ছাত্রছাত্রীরা রবীন্দ্র মুক্ত বিদ্যালয় বা  NIOS এর অধীন শিক্ষাব্যবস্থায় ক্লাস নাইনে কমপক্ষে ৫০% নম্বর (এস সি/এস টি/ওবিসি -এন সি এল এর ক্ষেত্রে ৪০% নম্বর এবং প্রতিবন্ধীর ক্ষেত্রে স্কোর কার্ড ) পেয়েছেন তারাও  আবেদনের যোগ্য।  তবে সেক্ষেত্রে কিছু শর্তাবলী মেনে চলতে হবে- 

১) বয়স হতে হবে ১ জুলাই, ২০২১ অনুযায়ী ১৮ বছরের মধ্যে।

২) প্রথম বার মাধ্যমিক পরীক্ষায় বসতে চলেছে এমনটা হওয়া চাই।

৩) কর্মরত হওয়া চলবে না। 

পরীক্ষার খুঁটিনাটি


দুটি সেশনে ১০০ নম্বর করে দুটি পরীক্ষা হবে। ১০০ নম্বরের মেন্টাল অ্যাবিলিটি টেস্ট এবং  ১০০ নম্বরের স্কলাস্টিক অ্যাপটিটিউড টেস্ট।  প্রতি প্রশ্নের মান ১ নম্বর।অবজেক্টিভ টাইপ প্রশ্ন করা হবে। কোনো নেগেটিভ মার্কিং নেই। প্রতিটি পরীক্ষার সময় সীমা ১২০ মিনিট অর্থাৎ ২ ঘণ্টা। এই পরীক্ষায় বাঁধাধরা কোনও সিলেবাস নেই। প্রশ্নের মান নবম ও দশম শ্রেণী সমতুল হবে। স্কলাস্টিক অ্যাপটিটিউড টেস্ট এর  প্রশ্ন হবে এই সমস্ত বিষয়ে - গণিত, ভৌত বিজ্ঞান, রসায়নবিদ্যা, জীববিদ্যা, ইতিহাস, ভূগোল, রাষ্ট্র বিজ্ঞান, অর্থনীতি।

পুরানো প্রশ্নপত্র 

National Means cum-Merit Scholarship Examination
Question Paper of 2013-2014   Download
Question Paper of 2014-2015   Download
Question Paper of 2015-2016   Download
Question Paper of 2016-2017   Download
Question Paper of 2017-2018   Download
Question Paper of 2018-2019   Download
Question Paper of 2019-2020   Download
Question Paper of 2020-2021   Download
National Talent Search Examination
Question Paper of 2013-2014   Download
Question Paper of 2014-2015   Download
Question Paper of 2015-2016   Download
Question Paper of 2016-2017   Download
Question Paper of 2017-2018   Download
Question Paper of 2018-2019   Download
Question Paper of 2019-2020   Download
Question Paper of 2020-2021   Download

আবেদন পদ্ধতি


আবেদন করতে হবে অনলাইনে ৩০ নভেম্বর, ২০২১ এর মধ্যে এই লিঙ্কে - www.scholarships.wbsed.gov.in । 

মনে রাখতে হবে ২৩ টি রেভিনিউ ডিসট্রিক্ট ছাড়াও আমাদের রাজ্যে ২ টো এডুকেশানাল ডিসট্রিক্ট (ব্যারাকপুর ও শিলিগুড়ি) আছে। ফর্ম ফিল আপের সময় যে ডিসট্রিক্টের স্কুলে পাঠরত সেই ডিসট্রিক্ট নির্বাচন করতে হবে। কেবলমাত্র বিধাননগর বা ব্যারাকপুর অ্যাডমিনিস্ট্রেটিভ সাব ডিভিশনের অন্তর্গত ছাত্র ছাত্রীদের ব্যারাকপুর জেলা এবং শিলিগুড়ি অ্যাডমিনিস্ট্রেটিভ সাব ডিভিশনের অন্তর্গত ছাত্র ছাত্রীদের শিলিগুড়ি জেলা নির্বাচন করতে হবে।

আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন এই দুটি ওয়েবসাইট - www.scholarships.wbsed.gov.in । 

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ