ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

স্কিল বেঙ্গল ডেস্কঃ স্পোর্টস ম্যানেজমেন্টে এক্সিকিউটিভ প্রোগ্রাম (3RD EDITION 2021-22) এর উদ্যোগ নিল ফিফা। সারা বিশ্বে মোট ১৭ টি বিশ্ববিদ্যালয়ে পড়ানো হবে FIFA/CIES International University Network এর এক্সিকিউটিভ প্রোগ্রাম। এই ১৭ টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ভারতে রয়েছে ১ টি, মুম্বাই এর Pillai Institute of Management Studies & Research। 

ক্লাস শুরু ১১ ডিসেম্বর, ২০২১ এ। এটি মুলত ৬ মাসের কোর্স। করোনা ভাইরাসের কারনে এ বছর প্রতিষ্ঠানের পক্ষ থেকে ফ্রি তে ক্যাম্পাসের মধ্যে থাকার ব্যবস্থা করা হয়েছে। তবে খাওয়া দাওয়া বা অন্যান্য খরচের তথ্য বিশদে জানতে মেল করতে হবে এই আই ডি তে -  neelamsingh@mes.ac.in । 

পড়ানো হবে এই ৬ টি বিষয়- sports management, namely sports event management, finance, communication, management, sports law, marketing/sponsorship।  

DOWNLOAD BROCHURE | FAQs | APPLY

কোর্স শেষে চাকরির সুযোগ পেতে পারেন খেলার দুনিয়ার এই সমস্ত ক্ষেত্রে - sporting goods, apparels, product design, infrastructure (training; playing), player management, broadcasting rights, sports media, advertising, merchandising, venue sponsorships, team sponsorships, gate collections, analytics services, sports medicine and nutrition, sports psychology, physiotherapy, event marketing, public relations, photojournalism। 

চাকরির পাশাপাশি এক্সিকিউটিভ প্রোগ্রাম কোর্স করলে ফিফা আয়োজিত মাস্টার্স কোর্সে ভর্তির ক্ষেত্রে অগ্রাধিকার পাওয়া যাবে। 

DOWNLOAD BROCHURE | FAQs | APPLY

কারা এই কোর্সে ভর্তির জন্য যোগ্য

যে কোনও শাখার গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা আবেদনের যোগ্য। খেলাধুলোয় আগ্রহী হতে হবে। বয়সের কোনও বাধানিষেধ নেই। বিশেষ সূত্রে পাওয়া খবর অনুযায়ী, বিগত বছরগুলিতে যারা পড়ার সুযোগ পেয়েছিলেন তাদের বয়স ছিল ২১ থেকে ৪৮ বছরের মধ্যে। 

কীভাবে মেধা তালিকা তৈরি করা হয়

ইন্টারভিউর মাধ্যমে ভর্তি নেওয়া হয়। ইন্টারভিউ বোর্ডে FIFA/CIES International University Network এবং Pillai Institute of Management Studies & Research এর প্রতিনিধি থাকেন। যেহেতু পড়ানো হবে ইংরেজি মাধ্যমে তাই ইংরেজিতে ভালো দক্ষতা থাকা প্রয়োজন। 

কোর্স ফি

কোর্স ফি ২,৫০,০০০ টাকা। তবে কোভিড মহামারীর কারণে কোর্স ফি ২৫,০০০ টাকা কম নেওয়া হবে। স্কলারশিপের ব্যবস্থা আছে। 

কীভাবে আবেদন করতে হবে

আবেদন করতে হবে অনলাইনে ২১ নভেম্বর, ২০২১ এর মধ্যে। আবেদন করার ৭২ ঘন্টার মধ্যে কনফারমেশান মেল দেওয়া হবে প্রতিষ্ঠানের পক্ষ থেকে। আবেদনের স্ট্যাটাস জানতে মেল করতে পারেন এই মেল আই ডি তে-  fifaciesadmissions@mes.ac.in। 

আবেদনের অফিসিয়াল লিঙ্ক - APPLY 

প্রতিষ্ঠানের হেল্পলাইন নম্বর - +919833709566 | +919323255600

আরও বিশদ তথ্য জানতে নীচে দেওয়া অফিসিয়াল  লিঙ্ক গুলি তে ক্লিক করতে পারেন। 

ACCOMMODATIONS

আরও বিস্তারিত তথ্য জানতে দেখুন এই কোর্সের অফিসিয়াল ওয়েবসাইট https://fifacies.pimsr.ac.in/

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ