ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

স্কিল বেঙ্গল ডেস্কঃ ইউনিয়ন ব্যাঙ্কে ৩৪৭ স্পেশালিষ্ট অফিসার নিয়োগ (UNION BANK RECRUITMENT PROJECT 2021-22 (SPECIALIST OFFICERS)) করা হবে। 

আবেদন করতে হবে অনলাইনে ৩ সেপ্টেম্বর, ২০২১ এর মধ্যে ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইটে। 

অনলাইন আবেদনের লিঙ্ক CLICK HERE

অফিসিয়াল বিজ্ঞপ্তি CLICK HERE

পোস্ট অনুযায়ী শূন্যপদ

পোস্ট অনুযায়ী যোগ্যতা

 

1 Senior Manager (Risk) MMGS -III - কমপক্ষে ৬০% নম্বর সহ Mathematics/Statistics or Economics এ মাস্টার্স বা, ফিনান্সে এম বি এ / পি জি ডি এম বা, CA/CMA (ICWA)/CS বা Financial Risk Management এর সার্টিফিকেট বা Chartered Financial Analyst বা Professional Risk Management Certification থাকতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে ৫ বছরের অভিজ্ঞতা থাকা চাই।  বয়স হতে হবে ৩০ থেকে ৪০ বছরের মধ্যে। 


2 Manager (Risk ) MMGS -
কমপক্ষে ৬০% নম্বর সহ Mathematics/Statistics or Economics এ মাস্টার্স বা, ফিনান্সে এম বি এ / পি জি ডি এম বা, CA/CMA (ICWA)/CS বা Financial Risk Management এর সার্টিফিকেট বা Chartered Financial Analyst বা Professional Risk Management Certification থাকতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে ২ বছরের অভিজ্ঞতা থাকা চাই।  বয়স হতে হবে ২৫ থেকে ৩৫  বছরের মধ্যে। 

 
3 Manager (Civil Engineer) MMGS -
কমপক্ষে ৬০% নম্বর সহ গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ার। সংশ্লিষ্ট ক্ষেত্রে ৩ বছরের অভিজ্ঞতা থাকা চাই।  বয়স হতে হবে ২৫ থেকে ৩৫  বছরের মধ্যে। 


4 Manager (Architect) MMGS - II -
কমপক্ষে ৬০% নম্বর সহ গ্র্যাজুয়েট আর্কিটেকচার। সংশ্লিষ্ট ক্ষেত্রে ৩ বছরের অভিজ্ঞতা থাকা চাই।  বয়স হতে হবে ২৫ থেকে ৩৫  বছরের মধ্যে। 


5 Manager(Electrical Engineer) MMGS - II -
কমপক্ষে ৬০% নম্বর সহ গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ার (ইলেকট্রিক্যাল )। সংশ্লিষ্ট ক্ষেত্রে ৩ বছরের অভিজ্ঞতা থাকা চাই।  বয়স হতে হবে ২৫ থেকে ৩৫  বছরের মধ্যে। 


6 Manager (Printing Technologist) MMGS - II -
কমপক্ষে ৬০% নম্বর সহ গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ার (প্রিন্টিং টেকনোলজি )। সংশ্লিষ্ট ক্ষেত্রে ৩ বছরের অভিজ্ঞতা থাকা চাই।  বয়স হতে হবে ২৫ থেকে ৩৫  বছরের মধ্যে। 


7 Manager (Forex) MMGS - II -
কমপক্ষে ৬০% নম্বর সহ যে কোনও শাখায়  গ্র্যাজুয়েট এবং Finance / International Business/Trade Finance এ স্পেসালাইজেসান সহ MBA (Minimum 2 Years) / PGDBA / PGDBM/ PGPM/ PGDM পাশ। সংশ্লিষ্ট ক্ষেত্রে ৩ বছরের অভিজ্ঞতা থাকা চাই।  বয়স হতে হবে ২৫ থেকে ৩৫  বছরের মধ্যে। 


8 Manager (Chartered Accountant) MMGS - II -
সি এ পাশ। সংশ্লিষ্ট ক্ষেত্রে ২  বছরের অভিজ্ঞতা থাকা চাই।  বয়স হতে হবে ২৫ থেকে ৩৫  বছরের মধ্যে। 


9 Assistant Manager (Technical Officer) JMGS -
কমপক্ষে ৬০% নম্বর সহ Civil/ Electrical/ Mechanical/ Production/ Metallurgy/Electronics/ Electronics & Telecommunication / Computer Science/ InformationTechnology/ Textile/ Chemical etc. গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ার  বা  B.Pharma পাশ। বয়স হতে হবে ২০ থেকে ৩০  বছরের মধ্যে। 


10 Assistant Manager (Forex) -
কমপক্ষে ৬০% নম্বর সহ যে কোনও শাখায়  গ্র্যাজুয়েট এবং Finance / International Business/Trade Finance এ স্পেসালাইজেসান সহ MBA (Minimum 2 Years) / PGDBA / PGDBM/ PGPM/ PGDM পাশ। IIBF থেকে ফরেক্স এ সার্টিফিকেট পাশ হওয়া চাই।  বয়স হতে হবে ২০ থেকে ৩০  বছরের মধ্যে। 

প্রতিটি পোস্টের ক্ষেত্রে বয়সের হিসেব করতে হবে ১ আগস্ট, ২০২১ অনুযায়ী। এস সি / এস টি ৫ বছর, ওবিসি ৩ বছর ও প্রতিবন্ধীরা ১০ বছর বয়সের ছাড় পাবেন। 

পোস্ট অনুযায়ী বেতন

আবেদন পদ্ধতি

 

আবেদন করতে হবে অনলাইনে ৩ সেপ্টেম্বর, ২০২১ এর মধ্যে ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইটে। 

অনলাইন আবেদনের লিঙ্ক CLICK HERE

আবেদনের ফি ৮৫০ টাকা। এস সি / এস টি , ওবিসি  ও প্রতিবন্ধীদের কোনও আবেদনের ফি দিতে হবে না। 

এই বিষয়ে আরও বিস্তারিত তথ্যের জন্য দেখুন ইউনিয়ন ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইট- https://www.unionbankofindia.co.in/ । 

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ