ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

স্কিল বেঙ্গল ডেস্কঃ প্রাইমারি টেট ২০১৪ র অফলাইন অ্যাপ্লিক্যান্ট দের জন্য বিশেষ ঘোষণা করল পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ। টেট ২০১৪ র প্রশিক্ষিত ৪৬৭ জন পরীক্ষার্থী যারা অনলাইনে আবেদন করতে না পেরে ২০২১ এর ৯ এবং ১০ জানুয়ারি অফলাইনে আবেদন করেছিলেন তাদের স্ক্রটিনি, অ্যাপটিটিউড টেস্ট, ভাইভা এবং ভেরিফিকেসান হবে ২০ এবং ২১ সেপ্টেম্বর, ২০২১ এ। 

স্ক্রটিনি, অ্যাপটিটিউড টেস্ট, ভাইভা এবং ভেরিফিকেসান হবে সকাল ১১ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত এই ঠিকানায় -Kolkata Primary School Council, Shiksha Bhavan, 27 A, Bose Pukur Road, Kolkata 700040 ( Beside Kasba Police Station)। ওইদিন পরীক্ষার্থীদের নিয়ে যেতে হবে নিম্নলিখিত ডকুমেন্ট - 

 

 

অফিসিয়াল বিজ্ঞপ্তি

 

 

এই বিষয়ে আরও বিস্তারিত তথ্যের জন্য দেখুন পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ এর অফিসিয়াল ওয়েবসাইট http://www.wbbpe.org/ । 

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ