ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

স্কিল বেঙ্গল ডেস্কঃ সংস্কৃতি ক্ষেত্রের ছাত্রছাত্রীদের জন্য সুখবর। ২০২২ - ২৩ বর্ষে সংস্কৃতি মেধা বৃত্তি প্রদান করা হবে।

রাজ্যের বসবাসকারী যে কোন ছেলেমেয়ে যাদের বয়স ১৮ বছর থেকে ৩৫ বছরের মধ্যে সকলেই আবেদন করতে পারবেন।

আবেদন করতে হবে ২৭ সেপ্টেম্বর, ২০২২ এর মধ্যে।

যে যে বিষয়ে আবেদন করতে পারবেন সেগুলি হল 

১) রবীন্দ্র নৃত্য (বাউলাঙ্গ, কীর্তনাঙ্গ ও ধ্রুপদাঙ্গ)

২) নাট্য লিখন

৩) বাংলা নাটকের গান (১৮৮১ থেকে ১৯৪১ সাল পর্যন্ত)

৪) ওয়াশ পেইন্টিং

৫) শিল্প সংস্কৃতি সমালোচনা

৬) গৌড়ীয় নৃত্য

আবেদন পদ্ধতি

আবেদন পত্র রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় এ জমা করতে হবে। জমা করার শেষ তারিখ - ২৭ সেপ্টেম্বর, ২০২২।

ঠিকানা - রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়, ৬/৪ দ্বারকানাথ ঠাকুর লেন, কলকাতা - ৭০০০০০৭

যোগাযোগ - 2271 - 4988

আবেদন মূল্য  ১৫০/- টাকা। টাকা জমা করতে হবে ব্যাঙ্ক ড্রাফটের মাধ্যমে।

আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট www.rbu.ac.in

চাকরি ও স্কিল সংক্রান্ত যে কোনও খবর নিয়মিত সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ