ভারতীয় নৌ বাহিনীতে ট্রেনিং দিয়ে নাবিক পদে নিয়োগ
স্কিল বেঙ্গল ডেস্কঃ ভারতীয় নৌ বাহিনীতে নাবিক পদে ( SAILORS FOR MATRIC RECRUIT (MR) – OCT 2021 BATCH ) নিয়োগ করা হবে। কেবল মাত্র অবিবাহিত পুরুষেরাই আবেদনের যোগ্য। আবেদন করতে পারবেন অনলাইনে সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে ১৯শে জুলাই থেকে ২৩শে জুলাইয়ের মধ্যে। ট্রেনিং শুরু হবে অক্টোবর, ২০২১ থেকে। বারো সপ্তাহের বেসিক ট্রেনিং হবে আই এন এস চিল্কাতে। প্রাথমিক ভাবে ১৫ বছরের চাকরি ।
যোগ্যতা
মাধ্যমিক পাশ ছেলেরা ১ এপ্রিল ২০০১ থেকে ৩০ সেপ্টেম্বর ২০০৪ এর মধ্যে জন্মতারিখ হলে আবেদনের যোগ্য। উচ্চতা হতে হবে কমপক্ষে ১৫৭ সেমি। বুকের ছাতি ৫ সেমি ফোলানোর দক্ষতা থাকা চাই। দৃষ্টিশক্তি হতে হবে চশমা ছাড়া ভালও চোখে ৬/৬ ও খারাপ চোখে ৬/৯। চশমা সহ ভালও চোখে ৬/৬ ও খারাপ চোখে ৬/৬।
শূন্যপদ
মোট শূন্য পদের সংখ্যা প্রায় ৩৫০। তবে রাজ্য অনুপাতে শূন্য পদ আলাদা হবে।
বেতনক্রম
ট্রেনিং পিরিয়ডে মাসিক ১৪,৬০০/- টাকা স্টাইপেন্ড দেওয়া হবে। ট্রেনিং শেষে বেতনক্রম ২১,৭০০ টাকা থেকে ৬৯,১০০ টাকা।
নির্বাচন পদ্ধতি
করোনা পরিস্থিতির কারণে মোট ১৭৫০জন আবেদনকারীকে লিখিত এবং শারীরিক পরীক্ষার জন্য ডাকা হবে। প্রাথমিক বাছাই হবে মাধ্যমিকে পাওয়া নম্বর এবং রাজ্য ভিত্তিক শূন্যপদের আনুপাতিক হারে। অবজেক্টিভ টাইপের ৩০ মিনিটের লিখিত পরীক্ষায় বিজ্ঞান, গণিত এবং সাধারণ জ্ঞানের উপর প্রশ্ন হবে। পরীক্ষার বিস্তারিত সিলেবাস জানতে দেখুন অফিসিয়াল ওয়েবসাইট - www.joinindiannavy.gov.in । লিখিত পরীক্ষার নম্বর অনুযায়ী মেধা তালিকা প্রকাশিত হবে সেপ্টেম্বর,২০২১ এর শেষ সপ্তাহে। রাজ্য ভিত্তিক মেধা তালিকার ভিত্তিতে প্রায় ৪৫০জন আবেদনকারীকে আই এন এস চিল্কা তে ফিজিক্যাল ফিটনেস টেস্টের জন্য ডাকা হবে।
ফিজিক্যাল ফিটনেস টেস্টে ৭মিনিটে ১.৬ কিমি দৌড়, ২০বার স্কোয়াট, ১০ বার ডন বৈঠক করতে হবে। আর্মি ডক্টর মেডিক্যাল টেস্ট নেবেন। মানসিক এবং শারীরিক স্বাস্থ্য উন্নত হতে হবে। মেডিক্যাল পরীক্ষাতে পাশ করলেই ফাইনাল এনরোলমেন্ট করা হবে।
আবেদন পদ্ধতি
আবেদন করতে হবে অনলাইনে ১৯/০৭/২১ থেকে ২৩/০৭/২১ তারিখের মধ্যে নৌ বাহিনীর অফিসিয়াল ওয়েবসাইটে। ওয়েবসাইটের ঠিকানা - www.joinindiannavy.gov.in। আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন উল্লিখিত ওয়েবসাইট।