বিগ ব্রেকিংঃ মাধ্যমিক থেকে গ্র্যাজুয়েট যোগ্যতায় ৩২৬১ জন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ
স্কিল বেঙ্গল ডেস্ক : মাধ্যমিক থেকে গ্র্যাজুয়েট যোগ্যতায় ৩২৬১ জন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল কেন্দ্রীয় স্টাফ সিলেকশন কমিশন। এই নিয়োগ করা হবে স্টাফ সিলেকশনের বিজ্ঞপ্তি নম্বর Phase-IX/2021/Selection Posts অনুযায়ী। সারা ভারতে মোট শূন্য পদ রয়েছে ৩২৬১ টি। এর মধ্যে কমিশনের ইস্টার্ন রিজিওনের আওতায় রয়েছে ৭৪৭ টি শূন্যপদ।
প্রসঙ্গত ইস্টার্ন রিজিওনের আওতায় রয়েছে পশ্চিমবঙ্গ, সিকিম, উড়িষ্যা, ঝাড়খণ্ড এবং আন্দামান ও নিকবোর দ্বীপপুঞ্জ।
আবেদন করতে হবে অনলাইনে এসএসসি এর অফিসিয়াল ওয়েবসাইটে ২৫ অক্টোবর, ২০২১ (রাত্রি ১১:৩০ টা) এর মধ্যে।
অফিসিয়াল বিজ্ঞপ্তি - Notice for Phase IX/2021/Selection Posts
পোস্ট অনুযায়ী বিস্তারিত তথ্য
পরীক্ষার্থীদের সুবিধের জন্য এখানে কেবলমাত্র ইস্টার্ন রিজিওনের আওতায় থাকা পোস্ট গুলির বিস্তারিত তথ্য দেওয়া হল।
১) সাব - এডিটর (হিন্দি)
পোস্ট কোড - ER10121
শূন্যপদ - ১
যোগ্যতা - কমপক্ষে গ্র্যাজুয়েট বা তার অধিক
বয়সসীমা - ১৮ থেকে ২৫ বছর পর্যন্ত
বেতনক্রম - লেভেল - ৬
ডিপার্টমেন্টে - সেন্ট্রাল রেফারেন্স লাইব্রেরী, মিনিস্ট্রি অফ কালচার, বেলভেডেরে, আলিপুর, কলকাতা - ৭০০ ০২৭
২) সাব - এডিটর (ইংরেজি)
পোস্ট কোড - ER10221
শূন্যপদ - ১
যোগ্যতা - কমপক্ষে গ্র্যাজুয়েট বা তার অধিক
বয়সসীমা - ১৮ থেকে ২৫ বছর পর্যন্ত
বেতনক্রম - লেভেল - ৬
ডিপার্টমেন্টে - সেন্ট্রাল রেফারেন্স লাইব্রেরী, মিনিস্ট্রি অফ কালচার, বেলভেডেরে, আলিপুর, কলকাতা - ৭০০ ০২৭
৩) মাল্টি টাস্কিং স্টাফ
পোস্ট কোড - ER10321
শূন্যপদ - ৩৯৮
যোগ্যতা - মাধ্যমিক পাশ
বয়সসীমা - ১৮ থেকে ২৫ বছর পর্যন্ত
বেতনক্রম - লেভেল - ১
ডিপার্টমেন্টে - ও/o দি চিফ পোস্টমাস্টার জেনারেল, ওয়েস্ট বেঙ্গল সার্কেল, যোগাযোগ ভবন, কলকাতা - ৭০০ ০১২
৪) সিনিয়র সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট (বায়োলজি)
পোস্ট কোড - ER10421
শূন্যপদ - ৩
যোগ্যতা - কমপক্ষে গ্র্যাজুয়েট বা তার অধিক
বয়সসীমা - ১৮ থেকে ৩০ বছর পর্যন্ত
বেতনক্রম - লেভেল - ৬
ডিপার্টমেন্টে - সেন্ট্রাল ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরি, ডিরেক্টরেট অফ ফরেনসিক সায়েন্স সার্ভিসেস, মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, ৩০, গোরাচাঁদ রোড, কলকাতা - ৭০০ ০১৪
৫) সিনিয়র সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট (ফিজিক্স)
পোস্ট কোড - ER10521
শূন্যপদ - ১
যোগ্যতা - কমপক্ষে গ্র্যাজুয়েট বা তার অধিক
বয়সসীমা - ১৮ থেকে ৩০ বছর পর্যন্ত
বেতনক্রম - লেভেল - ৬
ডিপার্টমেন্টে- সেন্ট্রাল ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরি, ডিরেক্টরেট অফ ফরেনসিক সায়েন্স সার্ভিসেস, মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, ৩০, গোরাচাঁদ রোড, কলকাতা - ৭০০ ০১৪
৬) সিনিয়র সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট (টক্সিকোলজি)
পোস্ট কোড - ER10621
শূন্যপদ - ১
যোগ্যতা - কমপক্ষে গ্র্যাজুয়েট বা তার অধিক
বয়সসীমা - ১৮ থেকে ৩০ বছর পর্যন্ত
বেতনক্রম - লেভেল - ৬
ডিপার্টমেন্টে - সেন্ট্রাল ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরি, ডিরেক্টরেট অফ ফরেনসিক সায়েন্স সার্ভিসেস, মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, ৩০, গোরাচাঁদ রোড, কলকাতা - ৭০০ ০১৪
৭) সিনিয়র সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট (কেমিস্ট্রি)
পোস্ট কোড - ER10721
শূন্যপদ - ১
যোগ্যতা - কমপক্ষে গ্র্যাজুয়েট বা তার অধিক
বয়সসীমা - ১৮ থেকে ৩০ বছর পর্যন্ত
বেতনক্রম - লেভেল - ৬
ডিপার্টমেন্টে - সেন্ট্রাল ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরি, ডিরেক্টরেট অফ ফরেনসিক সায়েন্স সার্ভিসেস, মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, ৩০, গোরাচাঁদ রোড, কলকাতা - ৭০০ ০১৪
৮) রিহ্যাবিলিটেশন কাউন্সিলর
পোস্ট কোড - ER10821
শূন্যপদ - ১
যোগ্যতা - কমপক্ষে গ্র্যাজুয়েট বা তার অধিক
বয়সসীমা - ১৮ থেকে ৩০ বছর পর্যন্ত
বেতনক্রম - লেভেল - ৬
ডিপার্টমেন্টে - ন্যাশনাল ক্যারিয়ার সার্ভিস সেন্টার ফর ডিফারেন্টলি এবেল্ড, ডিরেক্টরেট জেনারেল অফ এমপ্লয়মেন্ট, ব্লক - ই এন/৮১, সেক্টর - v, সল্টলেক সিটি, কলকাতা - ৭০০ ০৯১
৯) সিনিয়র জুওলজিক্যাল অ্যাসিস্ট্যান্ট
পোস্ট কোড - ER10921
শূন্যপদ - ১
যোগ্যতা - কমপক্ষে গ্র্যাজুয়েট বা তার অধিক
বয়সসীমা - ১৮ থেকে ৩০ বছর পর্যন্ত
বেতনক্রম - লেভেল - ৬
ডিপার্টমেন্টে - জুওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট, ফরেস্ট অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ, প্রাণী বিজ্ঞান ভবন, ' এম ' ব্লক, নিউ আলিপুর, কলকাতা - ৭০০ ০৫৩
১০) ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট
পোস্ট কোড - ER11021
শূন্যপদ - ১
যোগ্যতা - উচ্চ মাধ্যমিক পাশ
বয়সসীমা - ১৮ থেকে ২৭ বছর পর্যন্ত
বেতনক্রম - লেভেল - ৩
ডিপার্টমেন্টে - জুওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট, ফরেস্ট অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ, প্রাণী বিজ্ঞান ভবন, ' এম ' ব্লক, নিউ আলিপুর, কলকাতা - ৭০০ ০৫৩
১১) ফিল্ড অ্যাটেনডেন্ট (MTS)
পোস্ট কোড - ER11121
শূন্যপদ - ৩
যোগ্যতা - মাধ্যমিক পাশ
বয়সসীমা - ১৮ থেকে ২৫ বছর পর্যন্ত
বেতনক্রম - লেভেল - ১
ডিপার্টমেন্টে - জুওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট, ফরেস্ট অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ, প্রাণী বিজ্ঞান ভবন, ' এম ' ব্লক, নিউ আলিপুর, কলকাতা - ৭০০ ০৫৩
১২) অফিস অ্যাটেনডেন্ট (MTS)
পোস্ট কোড - ER11221
শূন্যপদ - ৩
যোগ্যতা - মাধ্যমিক পাশ
বয়সসীমা - ১৮ থেকে ২৫ বছর পর্যন্ত
বেতনক্রম - লেভেল - ১
ডিপার্টমেন্টে - জুওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট, ফরেস্ট অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ, প্রাণী বিজ্ঞান ভবন, ' এম ' ব্লক, নিউ আলিপুর, কলকাতা - ৭০০ ০৫৩
১৩) ক্যান্টিন অ্যাটেনডেন্ট (MTS)
পোস্ট কোড - ER11321
শূন্যপদ - ৪
যোগ্যতা - মাধ্যমিক পাশ
বয়সসীমা - ১৮ থেকে ২৫ বছর পর্যন্ত
বেতনক্রম - লেভেল - ১
ডিপার্টমেন্টে- জুওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট, ফরেস্ট অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ, প্রাণী বিজ্ঞান ভবন, ' এম ' ব্লক, নিউ আলিপুর, কলকাতা - ৭০০ ০৫৩
১৪) ফটোগ্রাফার গ্রেড - III
পোস্ট কোড - ER11421
শূন্যপদ - ৮
যোগ্যতা - উচ্চমাধ্যমিক পাশ
বয়সসীমা - ১৮ থেকে ২৫ বছর পর্যন্ত
বেতনক্রম - লেভেল - ৪
ডিপার্টমেন্টে - জুওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট, ফরেস্ট অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ, প্রাণী বিজ্ঞান ভবন, ' এম ' ব্লক, নিউ আলিপুর, কলকাতা - ৭০০ ০৫৩
১৫) লাইব্রেরী ইনফরমেশন অ্যাসিস্ট্যান্ট
পোস্ট কোড - ER11521
শূন্যপদ - ১
যোগ্যতা - কমপক্ষে গ্র্যাজুয়েট বা তার অধিক
বয়সসীমা - ১৮ থেকে ২৮ বছর পর্যন্ত
বেতনক্রম - লেভেল - ৬
ডিপার্টমেন্টে - রিজিওনাল লেবার ইনস্টিটিউট, মিনিস্ট্রি অফ লেবার অ্যান্ড এমপ্লয়মেন্ট, লেক টাউন, কলকাতা - ৭০০ ০৮৯
১৬) লিগাল অ্যাসিস্ট্যান্ট
পোস্ট কোড - ER11821
শূন্যপদ - ১
যোগ্যতা - কমপক্ষে গ্র্যাজুয়েট বা তার অধিক
বয়সসীমা - ১৮ থেকে ২৫ বছর পর্যন্ত
বেতনক্রম - লেভেল - ৬
ডিপার্টমেন্টে - কোল কন্ট্রোলার্স অর্গানাইজেশন, মিনিস্ট্রি অফ কোল, ১, কাউন্সিল হাউস স্ট্রিট, কলকাতা - ৭০০ ০০১
১৭) জুনিয়র সাইন্টিফিক অ্যাসিস্ট্যান্ট
পোস্ট কোড - ER11921
শূন্যপদ - ১
যোগ্যতা - কমপক্ষে গ্র্যাজুয়েট বা তার অধিক
বয়সসীমা - ১৮ থেকে ৩০ বছর পর্যন্ত
বেতনক্রম - লেভেল - ৬
ডিপার্টমেন্টে - সেন্ট্রাল ড্রাগস ল্যাবরেটরি, মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার, ৩, কে ওয়াই ডি স্ট্রিট, কলকাতা - ৭০০ ০১৬
১৮) জুনিয়র জিওগ্রাফিকাল অ্যাসিস্ট্যান্ট
পোস্ট কোড - ER12221
শূন্যপদ - ৬২
যোগ্যতা - কমপক্ষে গ্র্যাজুয়েট বা তার অধিক
বয়সসীমা - ১৮ থেকে ২৫ বছর পর্যন্ত
বেতনক্রম - লেভেল - ৫
ডিপার্টমেন্টে - ন্যাশনাল অ্যাটলাস অ্যান্ড থিমেটিক ম্যাপিং অর্গানাইজেশন, ডিপার্টমেন্ট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, মিনিস্ট্রি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, সি জি ও কমপ্লেক্স, ৭ ফ্লোর, ডি এফ ব্লক, সল্টলেক, কলকাতা - ৭০০ ০৬৪
১৯) রিসার্চ অ্যাসিস্ট্যান্ট
পোস্ট কোড - ER12321
শূন্যপদ - ১৪৬
যোগ্যতা - কমপক্ষে গ্র্যাজুয়েট বা তার অধিক
বয়সসীমা - ১৮ থেকে ৩০ বছর পর্যন্ত
বেতনক্রম - লেভেল - ৬
ডিপার্টমেন্টে - ন্যাশনাল অ্যাটলাস অ্যান্ড থিমেটিক ম্যাপিং অর্গানাইজেশন, ডিপার্টমেন্ট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, মিনিস্ট্রি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, সি জি ও কমপ্লেক্স, ৭ ফ্লোর, ডি এফ ব্লক, সল্টলেক, কলকাতা - ৭০০ ০৬৪
২০) পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট
পোস্ট কোড - ER12421
শূন্যপদ - ১
যোগ্যতা - কমপক্ষে গ্র্যাজুয়েট বা তার অধিক
বয়সসীমা - ১৮ থেকে ৩০ বছর পর্যন্ত
বেতনক্রম - লেভেল - ৬
ডিপার্টমেন্টে - সেন্ট্রাল গভর্নমেন্ট ইন্ডাস্ট্রিয়াল ট্রাইব্যুনাল কাম লেবার কোর্ট, মিনিস্ট্রি অফ লেবার অ্যান্ড এমপ্লয়মেন্ট, ১৫, আর.এন. মুখ্যার্জী রোড, গ্রাউন্ড ফ্লোর, কলকাতা - ৭০০ ০০১
২১) মাল্টি টাস্কিং স্টাফ
পোস্ট কোড - ER12521
শূন্যপদ - ৩
যোগ্যতা - মাধ্যমিক পাশ
বয়সসীমা - ১৮ থেকে ২৫ বছর পর্যন্ত
বেতনক্রম - লেভেল - ১
ডিপার্টমেন্টে - ও/o দি চিফ পোস্টমাস্টার জেনারেল, ওয়েস্ট বেঙ্গল সার্কেল, যোগাযোগ ভবন, কলকাতা - ৭০০ ০১২
২২) মাল্টি টাস্কিং স্টাফ
পোস্ট কোড - ER12621
শূন্যপদ - ৩
যোগ্যতা - মাধ্যমিক পাশ
বয়সসীমা - ১৮ থেকে ২৫ বছর পর্যন্ত
বেতনক্রম - লেভেল - ১
ডিপার্টমেন্টে - ও/o দি চিফ পোস্টমাস্টার জেনারেল, ওয়েস্ট বেঙ্গল সার্কেল, যোগাযোগ ভবন, কলকাতা - ৭০০ ০১২
২৩) মাল্টি টাস্কিং স্টাফ
পোস্ট কোড - ER12821
শূন্যপদ - ৭৮
যোগ্যতা - মাধ্যমিক পাশ
বয়সসীমা - ১৮ থেকে ২৫ বছর পর্যন্ত
বেতনক্রম - লেভেল - ১
ডিপার্টমেন্টে - ন্যাশনাল টেস্ট হাউস, ডিপার্টমেন্ট অফ কনজ্যুমার অ্যাফেয়ার্স, মিনিস্ট্রি অফ কনজ্যুমার অ্যাফেয়ার্স, ফুড অ্যান্ড পাবলিক ডিস্ট্রিবিউশন, ' সি পি ' ব্লক
২৪) ইলেকট্রিক ওয়েল্ডার
পোস্ট কোড - ER12721
শূন্যপদ - ২
যোগ্যতা - মাধ্যমিক পাশ
বয়সসীমা - ১৮ থেকে ২৫ বছর পর্যন্ত
বেতনক্রম - লেভেল - ২
ডিপার্টমেন্টে - ন্যাশনাল টেস্ট হাউস, ডিপার্টমেন্ট অফ কনজ্যুমার অ্যাফেয়ার্স, মিনিস্ট্রি অফ কনজ্যুমার অ্যাফেয়ার্স, ফুড অ্যান্ড পাবলিক ডিস্ট্রিবিউশন, ' সি পি ' ব্লক
২৫) ড্রিলার কাম মেকানিক (মাস্টার ক্রাফটস ম্যান)
পোস্ট কোড - ER12121
শূন্যপদ - ১৯
যোগ্যতা - উচ্চমাধ্যমিক পাশ
বয়সসীমা - ১৮ থেকে ৩০ বছর পর্যন্ত
বেতনক্রম - লেভেল - ৬
ডিপার্টমেন্টে - সেন্ট্রাল গ্রাউন্ড ওয়াটার বোর্ড, ডিপার্টমেন্ট অফ ওয়াটার রিসোর্সেস, রিভার ডেভেলপমেন্ট অ্যান্ড গঙ্গা রেজুভিনেশন, মিনিস্ট্রি অফ জলশক্তি, ভূজাল ভবন, এন এইচ - IV, ফরিদাবাদ - ১২১০০১
২৬) চার্জ ম্যান (মেকানিকাল)
পোস্ট কোড - ER11621
শূন্যপদ - ১
যোগ্যতা - কমপক্ষে গ্র্যাজুয়েট বা তার অধিক
বয়সসীমা - ১৮ থেকে ৩০ বছর পর্যন্ত
বেতনক্রম - লেভেল - ৬
ডিপার্টমেন্টে - ডিরেক্টরেট জেনারেল অফ অ্যারওনটিক্যাল কোয়ালিটি অ্যাসুরান্স, ডিপার্টমেন্ট অফ ডিফেন্স প্রোডাকশন, মিনিস্ট্রি অফ ডিফেন্স, রুম নং - ৬৮, ' এইচ ' ব্লক, নিউ দিল্লী - ১১০০১১
২৭) চার্জ ম্যান (কম্পিউটার)
পোস্ট কোড - ER11721
শূন্যপদ - ১
যোগ্যতা - কমপক্ষে গ্র্যাজুয়েট বা তার অধিক
বয়সসীমা - ১৮ থেকে ৩০ বছর পর্যন্ত
বেতনক্রম - লেভেল - ৬
ডিপার্টমেন্টে - ডিরেক্টরেট জেনারেল অফ অ্যারওনটিক্যাল কোয়ালিটি অ্যাসুরান্স, ডিপার্টমেন্ট অফ ডিফেন্স প্রোডাকশন, মিনিস্ট্রি অফ ডিফেন্স, রুম নং - ৬৮, ' এইচ ' ব্লক, নিউ দিল্লী - ১১০০১১
২৮) ফার্টিলাইজার ইন্সপেক্টর
পোস্ট কোড - ER12021
শূন্যপদ - ১
যোগ্যতা - কমপক্ষে গ্র্যাজুয়েট বা তার অধিক
বয়সসীমা - ১৮ থেকে ২৭ বছর পর্যন্ত
বেতনক্রম - লেভেল - ৫
ডিপার্টমেন্টে - সেন্ট্রাল ফার্টিলাইজার কোয়ালিটি কন্ট্রোল অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউট, ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার, কো-অপারেশন অ্যান্ড ফার্মারস ওয়েলফেয়ার, মিনিস্ট্রি অফ এগ্রিকালচার অ্যান্ড ফার্মারস ওয়েলফেয়ার, এন এইচ - IV, ফরিদাবাদ - ১২১০০১
উল্লিখিত প্রতিটি পোস্টের ক্ষেত্রে বয়সের হিসেব করতে হবে ১ জানুয়ারি, ২০২১ অনুযায়ী। সংরক্ষিত শ্রেণীর প্রার্থী রা নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।
নির্বাচন পদ্ধতি
কম্পিউটার বেসড টেস্ট এবং প্রযোজ্য ক্ষেত্রে স্কিল টেস্ট যেমন ডেটা এন্ট্রি, কম্পিউটার টেস্ট নেওয়া হতে পারে। কম্পিউটার বেসড টেস্ট হবে ২০২২ সালের জানুয়ারি/ফেব্রুয়ারি মাসে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কলকাতা, হুগলী ও শিলিগুড়ি তে পরীক্ষা কেন্দ্র রয়েছে।
মোট ১ ঘণ্টার পরীক্ষায় থাকবে এই ৪ টি বিষয় - General Intelligence, General Awareness, Quantitative Aptitude (Basic Arithmetic Skill) এবং English Language। প্রতিটি বিষয়ে ২৫ টি করে প্রশ্ন থাকবে। প্রশ্নের মান যোগ্যতা অনুযায়ী। নেগেটিভ মার্কস থাকবে।
আবেদন পদ্ধতি
আবেদন করতে হবে অনলাইনে এসএসসি এর অফিসিয়াল ওয়েবসাইটে ২৫ অক্টোবর, ২০২১ (রাত্রি ১১:৩০ টা) এর মধ্যে।
আবেদন ফি ১০০/- টাকা। তবে মহিলা/এস সি/এসটি/ প্রতিবন্ধী/এক্স - সার্ভিস ম্যান হলে কোন আবেদন ফি জমা দিতে লাগবে না।
আবেদন ফি জমা করতে হবে অনলাইনে BHIM UPI/ Rupay/Master Card/ Credit Card/Debit Card/ SBI ব্যাঙ্ক এর মাধ্যমে।
অনলাইনে টাকা জমা করার শেষ তারিখ ২৮ অক্টোবর, ২০২১। SBI ব্যাঙ্কের মাধ্যমে টাকা জমা করার শেষ তারিখ ১ নভেম্বর, ২০২১।
আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন এস এস সি এর অফিসিয়াল ওয়েবসাইট - https://ssc.nic.in/ ।