ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

স্কিল বেঙ্গল ডেস্কঃ স্টাফ সিলেকশন কমিশন আয়োজিত জুনিয়র ইঞ্জিনিয়ার পরীক্ষার (Junior Engineer (Civil, Mechanical, Electrical and Quantity Surveying & Contracts) Examination, 2020) প্রথম পত্রের পরীক্ষায় পাশ করেছেন ৫৭১১ জন। 

গত ২২, ২৩ ও ২৪ মার্চ, ২০২১ এ প্রথম পত্রের কম্পিউটার বেসড পরীক্ষা নেওয়া হয়েছিল। 

 

কাট অফ মার্কস

Civil Engineering

Category  Cut-off Marks Candidates Available
SC 99.15648 664
ST 99.15648 359
OBC 114.21184 1360
EWS 108.14574 621
UR 120.02518 701*
OH 79.83729 65
HH 48.86278 56
TOTAL   3826

  

Electrical / Mechanical Engineering

 

Category   Cut-off Marks Candidates Available
SC 123.23149 333
ST 115.34476 146
OBC 137.46300 696
EWS 131.23676  277
UR 141.59716 353*
OH 99.43252 48
HH 63.07700 32
TOTAL   1885 



যারা পাশ করেছেন তারা দ্বিতীয় পত্রের ডেসক্রিপটিভ টাইপের পরীক্ষায় অংশগ্রহণ করার সুযোগ পাবেন। এই পরীক্ষা কবে নেওয়া হবে তা খুব শীঘ্রই কমিশনের তরফে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হবে। 

ফাইনাল আনসার কি কমিশনের ওয়েবসাইটে পাওয়া যাবে ৭ জুলাই, ২০২১ থেকে ৭ আগস্ট, ২০২১ পর্যন্ত। পরীক্ষার্থীরা রেজিস্ট্রেশান নম্বর এবং পাসওয়ার্ড দিয়ে নিজেদের মার্কস জানতে পারবেন ১০ জুলাই, ২০২১ থেকে ৩১ জুলাই, ২০২১ পর্যন্ত। 

এই বিষয়ে আরও বিস্তারিত তথ্য জানতে পারবেন স্টাফ সিলেকশন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে। 

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ