SSC র মাধ্যমে ক্লার্ক নিয়োগ, আবেদন করতে হবে ৭ মার্চের মধ্যে
স্কিল বেঙ্গল ডেস্কঃ আর মাত্র কয়েকটা দিন। কয়েকশো ক্লার্ক, অ্যাসিস্ট্যান্ট ও ডাটা এন্ট্রি অপারেটর পোস্টে আবেদন গ্রহণের প্রক্রিয়া অলরেডি শুরু হয়ে গেছে। ফর্ম ফিলআপ করা যাবে ৭ মার্চ, ২০২২ পর্যন্ত। প্রথম ধাপের পরীক্ষা নেওয়া হবে চলতি বছরের মে মাসে।
প্রসঙ্গত, এস এস সি আয়োজিত Combined Higher Secondary (10+2) Level Examination, 2021 পরীক্ষায় পাশ করলে পশ্চিমবঙ্গ সহ সারা দেশে অবস্থিত কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দপ্তরে চাকরি পাওয়া যাবে।
আরও পড়ুন - এবার অভিজ্ঞতা ছাড়াই চাকরি
চলুন দেখে নেওয়া যাক, কোন যোগ্যতায় কোন পোস্টে কারা আবেদন করতে পারবেন।
যে কোনও শাখার উচ্চমাধ্যমিক পাশ ছেলেমেয়েরা ১ জানুয়ারি, ২০২২ অনুযায়ী ১৮ থেকে ২৭ বছরের মধ্যে বয়স থাকলে আবেদন করতে পারবেন। তবে কেন্দ্রীয় সরকারের CAG দপ্তরে চাকরি পেতে হলে সায়েন্সে উচ্চমাধ্যমিক পাশ হতে হবে। উল্লেখ্য, সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।
প্রার্থী বাছাই করা হবে ৩ টি ধাপের পরীক্ষার মাধ্যমে - টায়ার ১, টায়ার ২ ও টায়ার ৩।
টায়ার ১ এ কম্পিউটার বেসড পরীক্ষায় English Language, General Intelligence, Quantitative Aptitude ও General Awareness থেকে ২০০ টি প্রশ্ন (২০০ নম্বর) থাকবে। সময় ১ ঘণ্টা। টায়ার ২ পরীক্ষায় ১০০ নম্বরের ডেসক্রিপটিভ টাইপের প্রশ্ন থাকবে। এরপর নেওয়া হবে স্কিল টেস্ট / টাইপিং। কোনও ইন্টারভিউ নেওয়া হবে না।
এবার দেখে নিন কোন পোস্টে কীরকম বেতন পাওয়া যায় -
১) Lower Division Clerk (LDC)/ Junior Secretariat Assistant (JSA): Pay Level-2 (Rs. 19,900-63,200).
২) Postal Assistant (PA)/ Sorting Assistant (SA): Pay Level-4(Rs. 25,500-81,100).
৩) Data Entry Operator (DEO): Pay Level-4(Rs. 25,500-81,100) and Level-5(Rs. 29,200-92,300). ও
৪) Data Entry Operator, Grade ‘A’: Pay Level-4(Rs. 25,500-81,100).
অফিসিয়াল বিজ্ঞপ্তি - Download Here
এখন ফর্ম ফিল আপ চলছে। আবেদন করতে হবে অনলাইনে ৭ মার্চ, ২০২২ এর মধ্যে এই ওয়েবসাইটে https://ssc.nic.in/ । আবেদন ফি ১০০ টাকা (আবেদন ফি নেই এই সমস্ত পরীক্ষার্থীদের - Women, Scheduled Castes (SC), Scheduled Tribes (ST), Persons with Disabilities (PwD) and Ex-servicemen (ESM))।
আরও বিস্তারিত তথ্যের জন্য দেখিন এস এস সি'র এই ওয়েবসাইট - https://ssc.nic.in/ ।