ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

স্কিল বেঙ্গল ডেস্কঃ মোট ২৫২৭১ জন জি ডি কনস্টেবল নিয়োগ পরীক্ষার সম্ভাব্য আনসার কি প্রকাশ করল কেন্দ্রীয় স্টাফ সিলেকশন কমিশন। প্রসঙ্গত, সারা ভারতের বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে জি ডি কনস্টেবল নিয়োগ এর কম্পিউটার বেসড পরীক্ষা নেওয়া হয়েছিল ১৬ নভেম্বর, ২০২১ থেকে ১৫ ডিসেম্বর, ২০২১ পর্যন্ত। 

আনসার কি 👇

Click Here to Download

 

ওপরে উল্লিখিত লিঙ্কে গিয়ে রোল নম্বর ও জন্ম তারিখ দিয়ে নিজেদের রেসপন্স শিট এবং সম্ভাব্য আনসার কি দেখতে পাওয়া যাবে। এই বিষয়ে আরও বিস্তারিত তথ্যের জন্য দেখুন এস এস সি'র অফিসিয়াল ওয়েবসাইট। 

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ